Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদ১১ বছরের এক নাবালিকার সাথে শ্লীলতাহানি করার অভিযোগে খোয়াই গণকি এলাকা থেকে...

১১ বছরের এক নাবালিকার সাথে শ্লীলতাহানি করার অভিযোগে খোয়াই গণকি এলাকা থেকে ৫৫ উর্ধ্ব এক ব্যক্তিকে আটক করল মহিলা থানার পুলিশ।

খোয়াই প্রতিনিধি ১লা জুন….সামাজিক অধঃপতনের কারণে ৫৫ উর্ধ এক বৃদ্ধের হাতে শ্লীলতা হানির শিকার হল ১১ বছরের এক নাবালিকা খোয়াই গনকি এলাকাতে। শুক্রবার সকাল ১১ ঘটিকায় ১১ বছরের এক নাবালিকা কন্যার সাথে শীলতাহানি করার অভিযোগ উঠে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই নাবালিকার পরিবারের লোকজন খোয়াই মহিলা থানাতে বৃদ্ধের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করে। শেষে মহিলা থানার পুলিশ শনিবার ভোরে ওই পাষণ্ড বৃদ্ধ বীরেন্দ্র শুক্ল বৈদ্য ৫৫ কে নিজ বাড়ি থেকে শ্লীলতা হানি করার অভিযোগে গ্রেফতার করে। ঘটনার বিবরণ দিয়ে খোয়াই মহিলা থানার পুলিশ জানায় শুক্রবার দুপুরবেলা ওই শিশু কন্যা টি নিজ বাড়িতে প্রাকৃতিক কাজ করার জন্য বাথরুমে যায় এবং প্রাকৃতিক কাজ শেষ করে বাইরের কল থেকে সৌ চালেয়ে জল দেবার জন্য চাপকল থেকে জল নিচ্ছিল তখনই পাষণ্ড বৃদ্ধ নাবালিকা মেয়েটিকে পেছন দিক দিয়ে জাপটে ধরে এবং তার শরীরের বিভিন্ন গোপন স্থানে হাত দিতে থাকে তখন ওই নাবালিকা শিশুকন্যাটি বাধা দিলে পাষন্ড বৃদ্ধ নাবালিকা মেয়েটিকে মুখে চাপা দিয়ে লাঠি দিয়ে তার পিঠ মারে শেষে একসময় চিৎকার করলে ঘর থেকে মেয়েটির মা বাবা ও আত্মীয় পরিজনরা বেরিয়ে আসলে মেয়েটি তখন অজ্ঞান হয়ে পড়ে যায় এবং পাষণ্ড বৃদ্ধ কে সবাই মিলে ধরে ফেলে এবং বেশ কিছু উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার মহিলার থানার পুলিশ বৃদ্ধ বীরেন্দ্র শুক্ল বৈদ্যের বিরুদ্ধে মামলা গ্রহণ করেন। যে মামলার টির কেইস নাম্বার ১৮/২০২৪ এবং যে ধারা গুলি যুক্ত করা হলো সেগুলি হল ৪৪৭/৩৫৪ B/৩২৩/৩০৭ IPC এবং টুয়েলভ অফ পক্সো ধারা যুক্ত করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকাতে ছিছির অব উঠেছে। এলাকাবাসী এই পাষণ্ড বৃদ্ধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন পুলিশ প্রশাসনের কাছে। এখন দেখার বিষয় পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে এই পাষণ্ড বৃদ্ধের শাস্তি প্রদানে কতটুকু সফল হয়। সব মিলিয়ে এলাকাবাসী এই বৃদ্ধের শাস্তি দাবি করছেন আদালতের কাছে।

   বাসুদেব ভট্টাচার্যী খোয়াই।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য