Wednesday, October 9, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপুকুরের জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির।ঘটনা খোয়াই সোনাতলা এলাকায়।

পুকুরের জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির।ঘটনা খোয়াই সোনাতলা এলাকায়।

খোয়াই প্রতিনিধি ২৯ শে মে… বুধবার বেলা তিনটা নাগাদ পরিবারের সকল সদস্যের চোখের আড়ালে বাড়ির পুকুরে জলে পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির।ঘটনার বিবরণ দিয়ে মৃত ব্যক্তির ছেলে জানায় তার পিতা সুকুমার দাস ৪৯ খোয়াই সোনাতলা এলাকার শামরুটিলা এলাকার বাসিন্দা বাড়ির লোকজন যখন দুপুরে খাবার খেতে বসে তখন বাড়ির সবাই সুকুমার দাসকে খাবারের জন্য ডাকলে তিনি বলেন স্নান করে এসে খাবেন এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে বাড়ির লোকজন খাবার খাওয়া শেষ হয়ে গেলেও যখন দেখতে পায় সুকুমার দাস বাড়ি ফিরে আসেনি এদিকে প্রায় এক ঘন্টা চলে গেছে তখন বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং দেখতে পায় বাড়ি থেকে সামান্য একটু দূরে একটি পুকুরে ওনার মৃতদেহ জলের উপর ভেসে আছে।এরপর সাথে সাথে সুকুমার দাস কে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুকুমার দাস কে মৃত বলে ঘোষণা করেন তিনি পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি । অন্যদিকে ওনার ছেলে জানান মৃত সুকুমার দাসের মৃগী রোগ ছিল যার ফলে পুকুরে নেমে এই বিপত্তি ঘটে।সাধারণত মৃগী রোগীদের জল এবং আগুন থেকেই ভয় ।কারণ এই দুটো জিনিস দেখলে তাদের শরীরে তৎক্ষণাৎ এই রোগটি চলে আসে তাতে করে কোন লোক সামনে না থাকলে আগুন বা জলে পড়ে মৃত্যু হয় যেমনটা হয়েছে সুকুমার দাসের সাথে । এই ঘটনায় গোটা সোনাতলা এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায় ওই মৃত ব্যক্তির এক ছেলে এক মেয়ে রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য