Thursday, October 10, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদগত সাত দিন ধরে বিদ্যুৎ না থাকার কারণে পথ অবরোধে বসলো কল্যাণপুর...

গত সাত দিন ধরে বিদ্যুৎ না থাকার কারণে পথ অবরোধে বসলো কল্যাণপুর থানাধীন বাগান বাজার এলাকার জনগণ

খোয়াই প্রতিনিধি ২৯ শে মে….গত সাত দিন ধরে বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট হয়ে বিদ্যুৎ না পাবার কারণে অবশেষ পথ অবরোধে বসলো কল্যাণপুর থানাধীন বাগানবাজার এলাকার মদ্দাবস্তি এলাকার লোকজন বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ ।এই বিষয়ে পথ অবরোধ কারীদের বক্তব্য এই এলাকাতে গত সাত দিন ধরে কোন বিদ্যুৎ সংযোগ নেই যার ফলে যা যা সমস্যা হবার তাই চলছে গত সাত দিন ধরে ।কল্যাণপুর বিদ্যুৎ দপ্তর কে খবর দিলেও ওই এলাকাতে বিদ্যুৎ নেই কেন কি ঘটনা ঘটেছে গত সাত দিনের মধ্যে একটি বারের জন্যেও কোন খোঁজ খবর নেয়নি বিদ্যুৎ দপ্তর।এমনকি বিদ্যুৎ দপ্তরের অফিসে বারবার ফোন করেও কোন সারা পাওয়া যায়নি গত ৭ দিন ধরে।একদিকে প্রচন্ড দাবদহ স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা চলতে থাকলো বিদ্যুতের কোন দেখা মেলেনি গত সাত দিন ধরে শেষে ক্ষোভে এলাকাবাসী বুধবার বিকেলে পথ অবরোধে বসলো ওই এলাকাতে।তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না এই এলাকায় বিদ্যুৎ সংযোগ ঠিক করে দেওয়া না হবে ততক্ষণ ওরা পথ অবরোধ প্রত্যাহার করবে না এভাবে প্রায় টানা দুই তিন ঘন্টা পথ অবরোধে ফলে রাস্তার উভয় দিকে প্রচন্ড যানজটে সৃষ্টি হয়।শেষে সন্ধ্যের পর এলাকাতে বিদ্যুৎ সংযোগ ঠিক হবার ফলে পথ অবরোধ তুলে নেয় অবরোধকারী বলে জানা যায়

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য