Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যরাজ্যে বিদ্যুৎ বিভ্রাট পরিস্থিতির জন্য বিদ্যুৎ নিগমকে দায়ী করে রাস্তায় বামপন্থী ছাত্র...

রাজ্যে বিদ্যুৎ বিভ্রাট পরিস্থিতির জন্য বিদ্যুৎ নিগমকে দায়ী করে রাস্তায় বামপন্থী ছাত্র যুবরা

সোমবার সারা রাত ব্যাপী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে প্রতিটি মানুষ। তাছাড়া এই রেমেলার প্রভাব সবচেয়ে বেশি পরে বিদ্যুৎ পরিষেবার উপর। রাজ্যের প্রায় সর্বত্রই লন্ডভন্ড হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ নিগমের সঠিক পরিকল্পনার অভাবেই বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ সাধারণ নাগরিকদের। রেমেলার জের শেষ হবার পর বিদ্যুৎ নিগমের কর্মীরা পরিষেবা স্বাভাবিক করে তোলার জন্য চেষ্টা চালিয়ে গেলেও এখনো পর্যন্ত রাজ্যের বহু এলাকায় বিদ্যুতের দেখা নেই। এতে করে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। এর জন্য দায়ী বিদ্যুৎ নিগম। এমনটাই অভিযোগ এনে বুধবার রাস্তায় নামল বামপন্থী চারটি ছাত্র যুব সংগঠন ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ,এস এফ আই ও টিএসইউ। বেহাল বিদ্যুৎ পরিষেবার জন্য বিদ্যুৎ নিগমকে দায়ী করে এদিন আগরতলা শহরে এক প্রতিবাদ মিছিল সংঘটিত করে বামপন্থী ছাত্রযুবরা। প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা টিআরটিসি কম্প্লেক্স এ গিয়ে মিলিত হয়। সেখানে বিদ্যুৎ নিগমের কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে চার ছাত্র যুব সংগঠনের এক প্রতিনিধিদল মিলিত হয়ে তাদের দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেন। পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বামপন্থী ছাত্র আন্দোলনের নেতৃত্ব বলেন, রাজ্যের প্রায় অধিকাংশ জায়গায় এখনও পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন। এতে করে মানুষের জীবন এখন অন্ধকারাচ্ছন্ন। এই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের যে ভূমিকা থাকা দরকার তা বিন্দুমাত্র নেই। বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত পানীয় জল সরবরাহ ও টেলিকম ব্যবস্থা। বিদ্যুৎ না থাকার ধরণ গুরুত্বপূর্ণ এই দুটি বিষয়ও এখন মুখ থুবড়ে পড়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য