খোয়াই প্রতিনিধি ১৬মে…….উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কারণে এক পরীক্ষার্থী ফাঁসিতে আত্মহত্যা করল।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ঘটনা খোয়াই থানাধীন উত্তর সিঙ্গিছড়া পঞ্চায়েতের বড় বাঘাই এলাকার মুণ্ডাবস্তী গ্রামে।ঐ গ্রামের বাসিন্দা রবি মুণ্ডার ছেলে সুজয় মুণ্ডা ১৮ এবার বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে থাকা খোয়াই সরকারী ইংরেজী মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পরীক্ষার্থী হিসেবে সি বি এস ই বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে।কিন্তু ফলাফল বের হওয়ার পর দেখা যায় যে, সুজয় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি।এর পরেই সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং মঙ্গলবার থেকে সে খাওয়া দাওয়া একদম ছেড়ে দেয়।তা দেখে বুধবার সকালে সুজয়ের বাবা রবি মুণ্ডার ছেলেকে উনার সাথে নিয়ে রাবার বাগানে যায় কাজ করতে যাতে করে ছেলে সেই পরিস্থিতি থেকে একটু বেরিয়ে আসতে পারে।এক সময় সবাই যখন রাবার বাগানের কাজে ব্যস্ত ছিল তখন পরিবারের লোকজনদের চোখের অন্তরালে পরিবার থেকে কিছু দূরে একসময় রাবার বাগানের একটি রাবার গাছে ফাঁসিতে ঝুলে পড়ে।পরে পরিবারের লোকজন একসময় সুজয়কে খুঁজতে বেরোলে তখন দেখতে পায় বাগানের রাবার গাছে সুজয়ের ঝুলন্ত মৃতদেহ।তা দেখতে পেয়ে সাথে সাথে খোয়াই থানায় ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে এবং ময়নাতদন্তের পর বিকেলে পরিবারের হাতে সুজয়ের মৃতদহ তুলে দেওয়া হয়।এই ঘটনায় স্কুলের ছাত্র শিক্ষক সহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।তবে সিবিএসসি অন্তর্গত খেয়াই ইংরেজি মাধ্যমের বিদ্যালের দ্বাদশ শ্রেণীর ফলাফল খুবই খারাপ ৪০ জনের উপর ছাত্রছাত্রী ফেল করেছে বা অনেকের কোনো না কোনো বিষয় বেক এসেছে।এমনও জানা গেছে অনেক ভালো ভালো ছাত্র ছাত্রী খুব কম নম্বর পেয়ে কোন ভাবে পাস করে গিয়েছে।তবে এখানে দেখার বিষয় যারাএই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি তারা সুজয়ের মতো না পথ বেছে নেয় সেই দুশ্চিন্তায় রয়েছে পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।