খোয়াই প্রতিনিধি ১৬ই মে…..বিগত বেশ কিছু দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে খোয়াই জেলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নাবালিকা মেয়ে অপহরণ এবং পরবর্তীতে বিয়ে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত শোনা যাচ্ছে আজকাল।কেউ ভালোবাসার ফাঁদে পড়ে কিউ বা সামাজিক মাধ্যমের কারণ।তেমনি এক নাবালিকা মেয়েকে বিয়ে করার অপরাধে মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে খোয়াই মহিলা থানার পুলিশের একটি দল রাজস্থান থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবকে গ্রেফতার করে খোয়াই নিয়ে আসে।এই বিষয়ে খোয়াই মহাকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি মজুমদার জানান খোয়াই থানাধীন সিঙ্গি ছড়া তাঁতি পাড়ার একটি নাবালিকা মেয়ে গত নয় মাস আগে তার বড় বোনের বাড়ি রাজস্থানের জয়পুরে বেড়াতে গিয়েছিল সেখানে যাওয়ার পর বেশ কয়েক মাস হয়ে গেল মেয়েটি যখন বাড়ি ফিরছিল না তখন নাবালিকা মেয়েটির পরিবারের সন্দেহ যদিও নাবালিকা মেয়েটি তার পরিবারের সাথে ফোনে কথা বলতো বলেও জানায় পুলিশকে মেয়েটির পরিবার।এবং কিছুদিন আগে মেয়েটি জানায় যে সে বিয়ে করেছে।নাবালিকা মেয়ের পরিবারের লোক বিষয়টিকে মেনে নিতে পারেনি কারণ মেয়েটি ছিল নাবালিকা। সেই পরিপ্রেক্ষিতে চলতি মাসের ৬ই মে নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে খোয়াই মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করে সেই অভিযোগ পেয়ে মহিলা থানার পুলিশ একটি দল গঠন করে এবং তদন্তকারী অফিসার হিসেবে নিয়োগ করা এস আই চম্পা দাস সহ একটি সহযোগি দলকে।এই দলটি ৭ ই মে রাজস্থানের জয়পুরের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখান থেকে রাজস্থান পুলিশের সহায়তায় খোয়াই মহিলা থানার পুলিশের দলটি মেয়েটিকে উদ্ধার করে পাশাপাশি নাবালিকা মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার অপরাধে রাজস্থানের জয়পুরের খেরি মিলাং গাও এর বাসিন্দা গোপাল লাল চৌধুরী ছেলে অশোক কুমার চৌধুরী ৩০ পেশায় একজন গাড়ি চালক তাকেও গ্রেফতার করে খোয়াই নিয়ে আসে ১১ই মে বিকেলে বলে জানান পুলিশ আধিকারিক প্রশন কান্তি মজুমদার।শেষে নাবালিকা মেয়েটিকে বিয়ে করার অপরাধে রাজস্থানের বাসিন্দা অশোক কুমার চৌধুরী বিরুদ্ধে খোয়াই থানায় একটি মামলা লিপিবদ্ধ হয় সেই মামলার নাম্বার 13/24 ধারাগুলি হলো 471/366/366A/34 IPC ধারায়।এই মামলা হাতে নিয়ে পুলিশ অভিযুক্ত অশোক কুমার চৌধুরী কে বৃহস্পতিবার বিকেলে আদালতে তুলবে বলে জানায়।