Monday, September 9, 2024
বাড়িখবররাজ্যCBSE পরিচালিত পরীক্ষায় বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলির ফলাফল খারাপ হওয়া শিক্ষা দফতরের চুড়ান্ত...

CBSE পরিচালিত পরীক্ষায় বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলির ফলাফল খারাপ হওয়া শিক্ষা দফতরের চুড়ান্ত খামখেয়ালিপনাই দায়ি বলে দাবী এসএফআইয়ের

সিবিএসই পরিচালিত পরীক্ষায় রাজ্যের বিদ্যা জ্যোতি প্রকল্পের আওতাধীন বিদ্যালয় গুলির ফলাফল খারাপ হওয়ায় শিক্ষা দফতরের চুড়ান্ত খামখেয়ালিপনাই দায়ি বলে এসএফআই এবং টি এস ইউ নেতৃবৃন্দের অভিমত। সংশ্লিষ্ট বিদ্যালয় গুলিতে পরিকাঠামগত বিষয়ের উপর নজর না দেওয়াতেই এই ধরনের হতাশাজনক ফলাফল হয়েছে ।এই অবস্থায় বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন স্কুলগুলি থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংশ্লিষ্ট বিদ্যালয় গুলিতেই ভর্তির সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছে এসএফআই এবং টি এস ইউ। এই দাবির ভিত্তিতে বৃহস্পতিবার এসএফআই ও টি এস ইউ’র কর্মী সমর্থকরা শিক্ষা ভবনে বিক্ষোভ প্রদর্শন করে ।এই প্রসঙ্গে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান, এই দাবি মানা না হলে পরে আগামী দিনে তারা ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে রাজ্যে বৃহত্তর গণ আন্দোলন সংঘটিত করবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য