খোয়াই প্রতিনিধি ১৫ই মে…..খোয়াই সিংগিড়িছড়া স্থিত শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে সাত দিনব্যাপী এক বিশেষ এন এস এস ক্যাম্পের আয়োজন করা হয়।তাতে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়ে ছাত্র-ছাত্রী কাজ করে চলেছে।তারই অঙ্গ হিসেবে এনএসএস ক্যাম্পের চতুর্থ দিনের মাথায় অর্থাৎ বুধবার সকাল ১১ ঘটিকায় শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এনএসএস ক্যাম্পের ছাত্র-ছাত্রীরা মিলে খোয়াই জেলা হাসপাতালের সমস্ত রোগীদের মধ্যে ফল মিষ্টির বিতরণ করা হয়।এই ফল মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন এন এস এস ইউনিটের ছাত্র-ছাত্রী সহ উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত চন্দ্র দাস, যীশু দাস,তুষার চক্রবর্তী,অসীম দেব, শিক্ষিকা চিত্রা দেব সহ বিভিন্ন কর্তব্যরত সেবিকারা।এই স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত চন্দ্র দাস জানান শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এনএসএস ইউনিটি এর উদ্যোগে সাত দিন ব্যাপ এক বিশেষ ক্যাম্পিং চালানো হচ্ছে বিভিন্ন কর্মসূচি নিয়ে। তারই অঙ্গ হিসেবে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে বুধবার খোয়াই জেলা হাসপাতালে রোগীদের মধ্যে এনএসএস ইউনিটের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় ।