Monday, September 9, 2024
বাড়িখবররাজ্যনারী গঠিত অপরাধের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি...

নারী গঠিত অপরাধের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের

রাজ্যে নারী গঠিত অপরাধের সংখ্যা বৃদ্ধি পাওয়া উদ্বেগ প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস ।এদিন সংগঠনের এক প্রতিনিধিদল পশ্চিম মহিলা থানার পুলিশ আধিকারিকের সাথে দেখা করে সংশ্লিষ্ট ঘটনার সাথে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।সম্প্রতি রাজধানীর বটতলা থেকে এক গৃহবধূকে অন্যত্র তুলে নিয়ে গিয়ে দুই যুবক গণধর্ষণ করে বলে অভিযোগ। অপরদিকে সম্প্রতি বাধারঘাট থেকে এক নাবালিকা স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্রীলতা হানি করা হয়।তার শরীরে সিগারেটের ছ্যাকা দেয় অভিযুক্ত।এই দুটি নারী গঠিত অপরাধের ঘটনার তীব্র নিন্দা জানাল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। মঙ্গলবার রাজ্য মহিলা কংগ্রেসের এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট দুটি ঘটনা নিয়ে পশ্চিম মহিলা থানার পুলিশ আধিকারিকের সাথে দেখা করে ।এই দুই ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করে প্রতিনিধি দলটি।এদিন এই কর্মসূচি প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস নেত্রী শ্রেয়শ্রী লস্কর অভিযোগ করে বলেন,সংশ্লিষ্ট দুটি ঘটনায় জড়িত অভিযুক্তদের পাড় পাইয়ে দেওয়ার চেষ্টা করছে মহিলা থানার পুলিশ ও রাজ্য পুলিশ প্রশাসন।এই ধরনের ঘটনায় অপরাধীরা অপরাধজনক ঘটনায় উৎসাহিত হবেন বলেই অভিমত ব্যক্ত করেন তিনি। রাজ্য মহিলা কংগ্রেস নেত্রী আরো জানান ,সংশ্লিষ্ট দুই ঘটনায় জড়িত অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে প্রদেশ মহিলা কংগ্রেস রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।এদিন এই প্রতিবাদ কর্মসূচিতে প্রদেশ মহিলা কংগ্রেসের অন্যান্য নেত্রীরাও উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য