Monday, May 20, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদএকটি বাইক চালককে বাঁচাতে গিয়ে এক অটোচালক রাস্তার ডিভাইডার এর সাথে ধাক্কা...

একটি বাইক চালককে বাঁচাতে গিয়ে এক অটোচালক রাস্তার ডিভাইডার এর সাথে ধাক্কা খেয়ে অটো সহ উল্টে গিয়ে গুরুতর যখম পরে জীবিত রেফার।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ১৫ই মে…..এক বাইক চালককে বাঁচাতে গিয়ে এক অটো চালক রাস্তার ডিভাইডার এর সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে যায় তাতে বেশ কিছুদুর অটো সহ গাড়ির চালক রাস্তায় অনেক দূর পর্যন্ত হিচরে চলে যায় তাতে অটো চালকের ডান পা ভেঙে যায় এবং ডান পায়ের হাঁটুর বাটি টি নষ্ট হয়ে যায়।ঘটনাটি ঘটে বুধবার দুপুর দুইটা নাগাদ খোয়াই অফিস টিলা রোড স্থিত জেলা গ্রন্থাগারের সামনে।ঘটনার বিবরণে জানা যায় খোয়াই জাম্বুরা নিবাসী অটোচালক বাবুল দেবনাথ ৫৫ নিজ অটো নিয়ে বাড়ির উদ্দেশ্যে জাম্বুরার দিকে যাচ্ছিলেন তখনই একটি বাইক জেলা গ্রন্থাগারের সামনে উনার অটোর সামনে দিয়ে চলে যাচ্ছিল বাইকটির সাথে অটোটির ধাক্কা লাগবে তা ভেবে কিনার হয়ে যেতে গিয়ে সেই বাইকটিকে বাঁচাতে অটো চালক বাবুল দেবনাথ খোয়াই জেলা গ্রন্থাগারের সামনে একটি ডিভাইডারের মধ্যে ধাক্কা লাগলে ছিটকে পড়ে যান তাতে বাবুল দেবনাথ গুরুতর জখম হয়ে পড়েন যদিও অটোতে আর কোন যাত্রী ছিল না।এই ঘটনা দেখতে হবে আশেপাশে মানুষ ছুটে আসে এবং দমকল বাহিনীকে খবর দেয়।শেষে দমকল বাহিনী এসে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা গুরুতর আহত বাবুল দেবনাথ কে রাস্তা থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য রত চিকিৎসক বাবুল দেবনাথ কে প্রাথমিক চিকিৎসার পর সাথে সাথে জিবি হাসপাতালে পাঠিয়ে দেন উন্নত চিকিৎসার জন্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য