বাসুদেব ভট্টাচার্য খোয়াই ৭ ই মে…….খোয়াই প্রেস ক্লাব এবং জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় খোয়াই জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত হলো প্রয়াত সাংবাদিক মানষ ভট্টাচার্যের স্মরণ সভা।উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা,খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস,আইনজীবী ননীগোপাল দেবনাথ,গৌতম ঘোষ,ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের রাজ্য কমিটির সম্পাদক সুনীল দেবনাথ,কোষাধ্যক্ষ সুভাষ ঘোষ,এসোসিয়েশনের খোয়াই বিভাগীয় কমিটির সভাপতি অসিত বরণ ঘোষ,সম্পাদক শুভঙ্কর দে ,তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের সম্পাদক প্রদ্যুৎ ভট্টাচার্য সহ মহকুমার বিভিন্ন সাংবাদিক, কবি সাহিত্যিক ও লেখকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই দিন অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সবাই প্রয়াত সাংবাদিক মানষ ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন ।এরপর শোক প্রস্তাব পাঠ করেন জার্নালিস্ট এসোসিয়েশন খোয়াই বিভাগের সম্পাদক শুভঙ্কর দে। এরপর একে একে সমস্ত অতিথিরা এবং অনুষ্ঠানে আগত সবাই মানষ ভট্টাচার্যের স্মৃতিচারণ করেন।অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে ভারাক্রান্ত হয়ে পড়েন।অনুষ্ঠানের স্মৃতিচারণ করতে গিয়ে ত্রিপুরার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সম্পাদক সুনীল দেবনাথ প্রয়াত মানষ ভট্টাচার্যের কর্ম জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে ওনার কণ্ঠস্বর বাড়িও হয়ে ওঠে ।মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠানটি ছিল খুবই ভাবা বেগের অনুষ্ঠান ।প্রত্যেকটি বক্তা মানুষ ভট্টাচার্যের স্মৃতিচারণ করতে গিয়ে তাদের মন ভারাক্রান্ত হয়ে পড়ে যার ফলে অনেকে সঠিকভাবে আর বক্তব্য রাখতে পারিনি ।যেমনটা হয়েছে এসোসিয়েশনের রাজ্য কমিটির সম্পাদক সুনীল দেবনাথ এর সাথে।শেষে তিনি নিজেকে সামলে নিয়ে অনুষ্ঠানে একটি ঘোষণা দেন আগামী দিন ত্রিপুরা জার্নালিস্ট এসোসিয়েশন প্রয়াত মানষ ভট্টাচার্যের ছেলে ও মেয়ের পড়াশোনা দায়িত্ব বহন করবে বলে জানান।একইভাবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অবসরপ্রাপ্ত এক শিক্ষক তথা লেখক মলয় চক্রবর্তী ঘোষণা দেন উনার পেনশন থেকে কিছু একটা অংশ প্রতিবছর জার্নালিস্ট এসোসিয়েশনের হাতে তুলে দেওয়া হবে মানষে পরিবারের জন্য তার ছেলেমেয়েদের দিকে তাকিয়ে। এবং অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটি কথাই বারবার সবার মুখে বক্তব্যের মাধ্যমে উঠে আসে কিভাবে প্রায় এত সাংবাদিকের পরিবারটিকে বাঁচানো যায়।এই প্রসঙ্গে বলতে গিয়ে আইনজীবী ননীগোপাল দেবনাথ প্রয়াত সাংবাদিকের প্রতি স্মৃতি চারণ করতে গিয়ে তিনি বলেন উনার অনেক সহপাঠী রাজ্যের হাইকোর্ট এবং সেশন জাজে কর্মরত রয়েছে তাদের সাথে উনার একটি ভালো সম্পর্ক রয়েছে তাই এই বিষয়ে তিনি কথা বলবেন যাতে কোনভাবে যেকোন আদালতে প্রয়াত সাংবাদিক মানষ ভট্টাচার্যের স্ত্রীর জন্য কোন ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়ে গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান আইনজীবী ননীগোপাল দেবনাথ পাশাপাশি উপস্থিত জেলা পরিষদের সভাপতি জয়দেব দেববর্মা ও পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাসের প্রতি দৃষ্টি আকর্ষণ রেখে তিনি বলেন ওদের পক্ষ থেকে ও যাতে কোন কিছু করা যায় কিনা ভাবনা চিন্তা করেন।