Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদলোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির দলের ত্রি দলীয় জোটের জেলাভিত্তিক সাংগঠনিক বৈঠক...

লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির দলের ত্রি দলীয় জোটের জেলাভিত্তিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় স্বপন পুরীর কনফারেন্স হলে।

খোয়াই প্রতিনিধি ১লা এপ্রিল…..আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রি দলীয় একটি জোট হয় তাতে রয়েছে বিজেপি,আই পি এফ টি,ও তিপরা মথা, এই তিন দলের নেতৃত্ব দের নিয়ে খোয়াই জেলাভিত্তিক এক কর্ডিনেশন মিটিংয়ে মিলিত হয় সোমবার বিকেল ৩ ঘটিকায় খোয়াই টিকে ডিকে রোড স্থিত স্বপনপুরী অতিথি নিবাসের কনফারেন্স হলে।এই কোর্ডিনেশন বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতন বিজেপি দলের শ্রীমতি কল্যাণী রায়,মন্ত্রী বিকাশ দেববর্মা,আইপিএফটি দলের প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মা,মাথা দলের মেবার কুমার জমাতিয়া,তিপরা মথা দলের মন্ত্রী অনিমেষ দেববর্মা,মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা ,মথা দলের মনিহার দেববর্মা সহ অন্যান্যরা।কি কারনে ত্রিদলীয় কোর্ডিনেশন বৈঠক করা হয় এই বিষয়ে বলতে গিয়ে সংবাদ মাধ্যমের কাছে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী রায় বলেন ২০২৩ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ,তিপরা মথা ও আইপিএফটি এই তিন দল মিলে জোট হয়েছে এবং তারা লোকসভা নির্বাচনে বিজেপি হয়ে প্রচারে নামবেন এবং একসাথে কাজ করবেন।উদ্দেশ্য একটাই এক ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই সম্মিলিত জোট।ওরাও চায় এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা গরতে তাই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক আস্থার নিরিখে এই জোট সম্মিলিত হয় ।এবং এই ত্রিদলীয় জোটের পক্ষ থেকে প্রত্যেকটি জেলা ভিত্তিক একটি দল তৈরি করা হবে এবং প্রত্যেকটি দলে থেকে তিনজন করে সদস্য থাকবে যারা এই সব নির্বাচনী প্রচারের মাধ্যমে নির্বাচনে জিতাযায় ।এর জন্য সেই কমিটি গুলি পরিচালনা করবে যাতে করে এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া যায়।তাছাড়া জন যাতিদের বাদ দিয়ে এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা গরা কোনদিনই সম্ভব না বলে মনে করেন তিপরা মথা দল ও আই পিএফ টি দলের লোকেরা তাই একজোট হয়ে নির্বাচনের লড়াই করবে ওরা। অন্যদিকে তিপড়া মথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন এই বিষয়ে একটি টিম তৈরি করা হয়েছে যেই টিমের লোকেরা নির্বাচনী বিষয়ক সমস্ত কিছুর উপর নজর দাবি করবে এবং যে যে জায়গায় যার ক্ষমতা বেশি অর্থাৎ সেই দলের ক্ষমতা বা লোকবল বেশি সেই জায়গায় সেই দলের লোকই কাজ করবে এবং প্রচার করবে জোটের হয় তাতে করে যাতে কোন ধরনের ভুল বোঝাবুঝি না হয় সেই বিষয়টি ওরা দেখছেন ।এবং আগত লোকসভা নির্বাচনে কি করে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী প্রীতি সিং দেববর্মাকে বিজয়ী করা যায় সেই বিষয়ে বিজেপি জেলা শীর্ষ নেতৃত্বরা এই দিন দীর্ঘ দুই ঘন্টা বৈঠক করেন এবং লোকসভা নির্বাচনে উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রথমত, খোয়াই জেলা ভিত্তিক একটি সমন্বয় কমিটি গঠিত হয় ১১ সদস্য বিশিষ্ট ,এই কমিটিতে তিপরা মথা থেকে তিনজন আইপিএফটি থেকে তিনজন এবং ভারতীয় জনতা পার্টি থেকে পাঁচ জন প্রতিনিধি কে রাখা হয় এই কমিটিতে। কমিটির কনভেনার হলেন সমীর কুমার দাস সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলাকমিটির। কো কনভেনার ত্রিপুরা মাথা থেকে রাজেশ দেববর্মা এবং আইপিএফটি থেকে সুনীল দেববর্মা। বৈঠকে সিদ্ধান্ত হয় ৫ই এপ্রিলের মধ্যে প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক কমিটি গঠন করা হবে ১১ জন করে এবং খোয়াই জেলায় ছয়টা বিধানসভায় ছয়টা যৌথ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সকল স্তরে কর্মীরা যৌথভাবে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি দেবী সিং দেববর্মার সমর্থনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে সংকল্পবদ্ধ হন, এবং এই দিন থেকে জেলার প্রতিটি বিধানসভায় যৌথভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করার জন্য নেতৃত্ব ঐক্যমত হয়।এই দিন ত্রিদলীয় বৈঠক থেকে সিদ্ধান্তক্রমে একটি উপদেষ্টা কমিটি ও গঠন করা হয়েছে ।তাতে রয়েছেন বিকাশ দেববর্মা অনিমেষ দেববর্মা কল্যাণী রায়, জয়দেব দেববর্মা, পিনাকী দাস চৌধুরী, প্রশান্ত দেববর্মা কমল কলই, অনন্ত দেববর্মা, সোহেল দেববর্মা, বীর মোহন দেববর্মা , বিনয় দেববর্মা ।সবাই এই দায়িত্ব নিয়ে লোকসভা নির্বাচনে নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করবেন বলে আশাবাদী উক্ত কমিটির লোকেরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য