Monday, September 9, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই মন্ডলের কিসান মোর্চার উদ্যোগে বিজেপি দলের প্রার্থী কৃতি সিং এর সমর্থনে...

খোয়াই মন্ডলের কিসান মোর্চার উদ্যোগে বিজেপি দলের প্রার্থী কৃতি সিং এর সমর্থনে নির্বাচনী সমাবেশে লাল দুর্গে আঘাত ১১১ পরিবারে ৩৫৫ জন ভোটার বিজেপি দলে সামিল হয়।

খোয়াই প্রতিনিধি ১লা এপ্রিল…..সোমবার বিকেল ৪ ঘটিকায় খোয়াই সিঙ্গিছড়া দ্বাদশ শ্রেণীর স্কুল মাঠে খোয়াই মন্ডলের কিশান মোর্চার উদ্যোগে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে এক সমাবেশের আয়োজন করা হয়।উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি দলের সভাপতি রাজিব ভট্টাচার্য,এছাড়া অনুষ্ঠানের মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার ,পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস,পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা,খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা ,রাজ্য কিসান মোর্চার সভাপতি প্রদীপ দেব রায়,জেলা কমিটির সভাপতি সমরেন্দ্র দত্ত সহ অন্যান্যরা।এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য কমিটির সভাপতি রাজিব ভট্টাচার্যী কেন্দ্রিয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথাগুলো উল্লেখ করে বলেন দেশের গরিব মানুষের জন্য কেন্দ্রীয় সরকার একের পর এক বিভিন্ন প্রকল্প গুলি চালু করেছেন পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিভাবে দেশের গরিব অংশের মানুষদেরকে আর্থিকভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে লক্ষ্য রাখে কাজ করে চলেছেন ।তার জন্য দেশের মানুষের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে স্বাস্থ্য বীমা চালু করেছেন ।এক কথায় প্রধানমন্ত্রী দেশের লোকের জন্য একাধারে কাজ করে চলেছেন।তাইতো আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্য থাকে বিজেপি দলের প্র দুটি আসনের প্রার্থীকে জয়যুক্ত করে রাজ্যের কল্যাণের জন্য লোকসভায় পাঠানো হবে। তাছাড়া এই দিন সমাবেশে মহিলাদের উপস্থিতি দেখে রাজিব ভট্টাচার্য বলেন দেশের মূল শক্তি হচ্ছে মহিলারা। মহিলারা জাগ্রত হলে বা বিভিন্নভাবে স্বচ্ছলতায় থাকলে রাজ্য এবং দেশ এগিয়ে যাবে বলে মনে করেন তাইতো প্রধানমন্ত্রী বিশেষ করে মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন।এর জন্যই ২০১৮ সালে রাজ্যের জনগণ একটি পরিবর্তন চাইছিলেন আর তেমনটাই হয়েছিল ২০১৮ এর নির্বাচন তখন ক্ষমতায় আসে রাজ্যে বিজেপি দল। কিন্তু সবদিকে থেকে পরিবর্তন হলেও খোয়াই আসনটিতে কোন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়নি তাইতো এবার সমস্ত কিছু ভুলে গিয়ে খোয়াই আসনের প্রত্যেকটি বুথের ভোটাররা যাতে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মাকে সমস্ত ভোট প্রদান করে সেই দিকে লক্ষ রেখে ভোটদানের জন্য আবেদন জানান।যাতে ২০১৮ এবং ২০২৩ এর খোয়াই বিধানসভার আসনটি হারানোর গ্লানি থেকে নিজেদের মুক্ত করে মুক্ত হাতে বিজেপির প্রার্থীকে রেকর্ড পরিমানে ভোট দেবার জন্য আহ্বান রাখেন রাজ্য বিজেপি দলের সভাপতি রাজিব ভট্টাচার্য। এই দিন সমাবেশে সিপিএমের লাল দুর্গ হিসেবে পরিচিত সিঙ্গি ছড়া এলাকায় আবার ধ্বস নামালো বিজেপি ১১১ পরিবারে মোট ৩৫৫ জন ভোটার বিরোধী দল ছেড়ে বিজেপি দলে যোগদান করে তার মধ্যে ওই এলাকার ৯৯ পরিবারের ২৮৮ জন ভোটার সিপিএম ছেড়ে বিজেপি দলে যোগদান করে অন্যদিকে আসারাম বাড়ি থেকে১২ পরিবারের ৬৭ জন ভোটার সিপিএম ছেড়ে বিজেপি দলে যোগদান করে। খোয়াই মন্ডলের কিষান মোচার উদ্যোগে এই নির্বাচনী জনসমাবেশ স্হলে মহিলাদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য