খোয়াই প্রতিনিধি ৩১শে মার্চ…লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি দলের প্রার্থী প্রীতি সিং দেব বর্মন এর সমর্থনে প্রদেশ উইভার সেল রাজ্য কমিটির উদ্যোগে রবিবার বিকেল পাঁচটায় রামচন্দ্র ঘাট মন্ডলের অন্তর্গত গৌরনগর পঞ্চায়েত মাঠে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি দলের সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা,পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস,রামচন্দ্র ঘাট মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা,উইভার সেলের রাজ্য কমিটির কনভেনার বিজয় কুমার দেবনাথ,জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রমেন সাঁওতাল,মিলন তন্তু বাই এর কনভেনার ঊষা সিনহা সহ আরো অনেকে।এই দিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন রাজ্য বিজেপি দলের সহ-সভাপতি তাপস ভট্টাচার্য।এই দিন নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন কেন্দ্রের বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদির কারণে দেশের জনগণের জন্য বিগত ১০ বছরে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করে দিয়ে বিশেষ করে গরীব মানুষের উপকার করেছেন। শুধু তাই না দেশের গরীব মানুষ থেকে শুরু করে সমস্ত অংশের জনগণকে কিভাবে আর্থিক ভাবে বিকশিত করা যায় সেই বিষয়ে চিন্তা করেন সব সময়। বক্তব্য রাখতে তিনি এও বলেন যে রিসা পড়িয়ে তাদেরকে সম্মান করা হলো এই রিসা কি জিনিস একসময় মানুষ জানতে পারেনি দশ বছর আগে। কেন্দ্রে বিজেপি সরকার আসার পর প্রধানমন্ত্রী একটা জিনিস চিন্তা করেছেন বিশেষ করে বিভিন্ন জাতি গোষ্ঠীদের দ্বারা হাতে তৈরি একটি কৃষ্টি সংস্কৃতি ও শিল্প যাতে মুছে না যায় এর জন্য সমবায় সমিতির মাধ্যমে মা বোনদের হাত দিয়ে রিসা বানানো আজ শেখানো হয়েছে পাশাপাশি এই রিসা কে বাজারজাত করার জন্য কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিয়েছে।আজ এই রিসা শুধু ভারতবর্ষে নয় সমস্ত বিশ্ববাসীর কাছে পরিচিত রিসা নামে যার ব্যাপক ব্যবহার হচ্ছে সারা বিশ্বে ।এর কান্ডারী ছিলেন নরেন্দ্র মোদি তাতে হাত লাগিয়েছে আমাদের দেশের বিভিন্ন অংশের মা-বোনেরা তাতে করে তাদের আর্থিক সচ্ছলতা ও অনেকটা বৃদ্ধি পেয়েছে।তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার উদ্যোগে জন্ আরোগ্য যোজনা চালু করা হয়েছে তাতে সমস্ত অংশের মানুষ চিকিৎসা ক্ষেত্রে অনেক সুবিধা পাবে।অথচ তৎকালীন সময়ে কেন্দ্রে ১০ বছর কংগ্রেস সরকার রাজ্যে ১৫ বছর সিপিএম সরকার থাকা সত্ত্বেও গরিবদের জন্য এই ধরনের কোন প্রকল্প সিপিএম সরকার চালু করেনি।তাদের একটাই ধর্ম ছিল কেন্দ্রে দোস্তি এবং রাজ্যে বাম কংগ্রেসের কুস্তি ।আর তাতে করে এই যাতা কলে পড়ে সাধারণ অংশের মানুষদের ভোগান্তির শিকার হতে হয়েছিল দীর্ঘদিন। কারণ সিপিএম সরকার চেয়েছিল গরীব অংশের মানুষদের আরো গরীব করে রাখো যাতে নিত্যদিন সরকারের কাছে তাদের হাত পেতে বসে থাকতে হয় এটাই ছিল বামফ্রন্টের নীতি।যে কংগ্রেস সিপিএম এর চিরশত্রু ছিল সিপিএম দলের কারণে কংগ্রেসের অনেক কর্মী সমর্থকরা খুন হয়েছে আর সেই খুনিদের সাথে কংগ্রেস আজ মিতালী করে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে।এই ধরনের বিশ্বাসঘাতকদের একটিও ভোট নয় বলে মন্তব্য করেন রাজ্য বিজেপি দলের সহ-সভাপতি তাপস ভট্টাচার্য।তাই পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেব বর্মন কে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান রাখেন তাপস ভট্টাচার্য। এই দিন নির্বাচনী জনসভায় বিরোধী দলের বেশ কিছু ভোটার বিজেপি দলে সামিল হয়। এই নির্বাচনী জন সভাতে বিশাল অংশের তাঁত শিল্পীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।