খোয়াই প্রতিনিধি ১১ই মার্চ….,….. আসন্ন লোকসভা নির্বাচনে শাসক দলের সংকল্প পত্রের (ইশতেহার) তৈরী জন্য দেশের নাগরিকদের পরামর্শ প্রত্যাশা করছেন শাসক দল বিজেপি। সংশ্লিষ্ট বিষয়টিকে কেন্দ্র করে রবিবার রাত আট ঘটিকায় বিজিপি খোয়াই জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খোয়াই বিজেপি জেলার সভাপতি তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরী ও বিজেপি জেলা সম্পাদক সমীর কুমার দাস সহ অন্যান্যরা। এই সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী বলেন গণতান্ত্রিক মতাদর্শকে কেন্দ্র করে বিজেপি দল ২০২৪ সালের ২৬ শে ফেব্রুয়ারি দেশে বিকশিত ভারত কা সংকল্প মোদি কি গ্যারান্টি চালু করেন। মূলত এই প্রচার অভিযানের প্রাথমিক উদ্দেশ্য হলো সারাদেশের নাগরিকের সঙ্গে যুক্ত হওয়া এবং আসন্ন সাধারণ নির্বাচনের জন্য বিজেপির নির্বাচনী ইশতেহার গঠনের জন্য দেশের ১ কোটির বেশি নাগরিকের আকাঙ্ক্ষাকে একত্রিত করা। এই কর্মসূচিকে সাফল্যমন্ডিত করে তোলার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে তথা খোয়াইতে এই প্রচার দুই পর্যায়ে হবে। প্রথম পর্যায়টি হয়েছে ৪ই মার্চ এই প্রচার অভিযানে সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও বিজিপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। দ্বিতীয় পর্যায়ে হবে ১০ই মার্চ। এই প্রচার সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য রবিবার এই সাংবাদিক সম্মেলন। মূলত সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে যে ভীষণ ডকুমেন্ট তৈরি করা হবে সেই ভীষণ ডকুমেন্টটি জনহিতকর ভীষণ ডকুমেন্ট তৈরি হয় এরই পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি। এছাড়া বিভিন্ন ধরনের পরামর্শ প্রেরণের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ৯০৯০৯০২০২৪ নাম্বার প্রদান করা হয়েছে যার মধ্যে জনগণকে সরাসরি প্রধানমন্ত্রী মোদির কাছে বিজেপির ভীষণ ডকুমেন্ট নথির জন্য জনগণ পরামর্শ জানাতে সহায়তা করবে। পরামর্শ প্রদানের জন্য ছয় রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেগুলিতে জনগণ নিজেদের পরামর্শ প্রদান করতে পারবে এবং জনগণের হিতেই ভীষণ ডকুমেন্ট তৈরি করা হবে।