Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপারিবারিক বিবাদকে কেন্দ্র করে অতিরিক্ত মদ্যপানের কারণে মৃত্যু হল এক ব্যক্তির।

পারিবারিক বিবাদকে কেন্দ্র করে অতিরিক্ত মদ্যপানের কারণে মৃত্যু হল এক ব্যক্তির।

খোয়াই প্রতিনিধি ২৭শে অক্টোবর…পারিবারিক বিবাদের জেরে অতিরক্ত মদ্যপানের কারণে নিজ ঘরে মৃত্যু হলো এক ব্যক্তির।ঘটনা বিবরনে জানা যায় খোয়াই থানাধীন মধ্য গনকি গ্রাম পঞ্চায়েতের তবলা বাড়ি এলাকার তিন নং ওয়ার্ডের বাসিন্দা মৃত রবীন্দ্র দে উনার ছেলে উকুন দের ৪৯ সাথে বৃহস্পতিবার রাতে স্ত্রী ও ছেলেকে নিয়ে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয় ।শেষে বৃহস্পতিবার রাতে উকুন দে অতিরিক্ত মদ্যপান করে আর অতিরিক্ত মদ্যপানের কারণেই হয়তো ওই দিন রাতে হৃদপিন্ডের ব্যাঘাত ঘটে এবং ঘুমের মধ্যে নিজ ঘরে মৃত্যুবরণ করে মৃত্যুকালে উকুন দেবের বয়স হয়েছিল ৪৯ বছর। সকালে স্ত্রী গিয়ে যখন ডাকতে যায় তখন দেখতে পায় ঘুমের মধ্যে মরে আছে উকুন দেব এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছে ।পেশায় তিনি ছিলেন একজন পান ব্যবসায়ী পাশাপাশি এলাকার সূত্রে জানা যায় প্রায় সময় তিনি মধ্যপন করে থাকতেন এদিকে ছেলেও বড় হয়েছে বাবার এই ধরনের মদ্যপানের কারণে প্রায় সময় বাক বিতোন্ডা হত বাবার সাথে তেমনি ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতেও মা ও ছেলে মেয়ে মিলে উকুন দেব কে প্রচন্ড মারধোর করে মদ খাওয়ার বিষয়কে কেন্দ্র করে।কারণ উকুন দেবের মদ খাওয়া কে কেন্দ্র করে বাড়ির লোকেরা একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছিল যার ফলে প্রায় দিন চলত স্ত্রী পুত্রের সাথে ঝগড়াঝাটি।আর তাতে করেই রাগের মাথায় অতিরিক্ত মদ্দ পান করার কারণে মৃত্যু ঘটেছে বলে ধারণা করছে এলাকাবাসী। এই ঘটনার খবর পায় শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত করে এবং পুলিশের প্রাথমিক ধারণা অতিরিক্ত মধ্যপানের কারণেই হয়তো তার মৃত্যু হতে পারে।তবে ময়নাতদন্ত ছাড়া পুলিশ সঠিক তথ্য দিতে পারছে না ।তাই মৃতদেহকে ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।উকুন দেবের এই মৃত্যুর ঘটনা শুনে সমস্ত এলাকাবাসি উনার বাড়ির আশেপাশে ভিড় করতে দেখা যায়।শেষের শুক্রবার বিকেলে ময়না তদন্তের পর উকুন দেবের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য