Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যআগরতলা পৌর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে এবারও আয়োজন করা হয় শারদ...

আগরতলা পৌর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে এবারও আয়োজন করা হয় শারদ সম্মান

শারদীয়া উৎসবের দিনগুলিতে একটা সুস্থ পরিবেশ তৈরি করার লক্ষ্যে গেল বছর থেকে শারদ সম্মানের আয়োজন করে আগরতলা পৌর নিগমের ৩৯ নং ওয়ার্ড। এবারও তার ব্যতিক্রম নয়। এবছর এই ওয়ার্ডের শারদ সম্মান দ্বিতীয় বর্ষে পা রাখতে চলেছে। শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ মন্ডপ, স্বল্প বাজেটে পুজোর আয়োজন, বর্ষ ব্যাপী সামাজিক কর্মসূচি, সুশৃঙ্খল পূজার আয়োজন, শ্রেষ্ঠ স্মরণিকা, শ্রেষ্ঠ পরিচ্ছন্ন ও শ্রেষ্ঠ ওয়ার্ডের পুরস্কার সহ আরো একাধিক পুরস্কারের আয়োজন করা হয় এবছর। এছাড়াও ছিল সেরা সেরা। ওয়ার্ডের আহবানে সারা দিয়ে শহর দক্ষিণাঞ্চলের ৭২টি ক্লাব অংশ নেয় এই প্রতিযোগিতামূলক কর্মসূচিতে। পুজোর দিনগুলিতে বিচারকরা প্রতিটি মণ্ডপ পরিদর্শন করে বিজয়ীদের তালিকা চূড়ান্ত করার কাজ শেষ করে নেয়। বিচারকদের রায় অনুযায়ী শ্রেষ্ঠ মন্ডপ সজ্জা মিলন চক্র ক্লাব, শ্রেষ্ঠ প্রতিমা সমাজ কল্যাণ সংঘ, স্বল্প বাজেটে পূজায় সেরা স্বামী বিবেকানন্দ এবং সেরার সেরা সম্মান পেতে চলেছেন মৌচাক ক্লাব। এছাড়া স্বচ্ছ ওয়ার্ড হিসেবে পুরস্কৃত হবে ৪৬ নং ওয়ার্ড। এবছর শহর দক্ষিণাঞ্চল এলাকার একজন মৃৎশিল্পীকে সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়। আর এই সম্মান পেতে চলেছেন মৃৎশিল্পী স্বপন রুদ্র পাল। আগামী ২৯ শে অক্টোবর ওয়ার্ড প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শারদ সম্মান প্রদান করা হবে। শুক্রবার ৩৯ নং ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কর্মকর্তারা। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, দক্ষিণ জোনালের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, স্থানীয় কর্পোরেটর অলক রায়, সমাজসেবী সঞ্জয় সাহা অসীম ভট্টাচার্য কর্পোরেটর বাপি দাস সহ আরো অনেকে। সাংবাদিক সম্মেলনে পৌরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জানান, ২৯ অক্টোবর আয়োজিত এই শারদ সম্মানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়ো থাকবেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় বিধায়িকা মিনারানী সরকার সহ আরো অনেকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য