খোয়াই প্রতিনিধি ১৪ই অক্টোবর…..লক্ষ্য করা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে খোয়াই মহকুমাজুড়ে নেশা বাণিজ্য জাঁকিয়ে বসেছে তাতে করে সমস্ত মহকুমাটি নেশার সাগরে ভাসছে।তাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে যদিও খোয়াই থানার পুলিশ এবং মহাকুমা পুলিশ প্রশাসন একের পর এক নেশা কারবারীদেরকে ধরে জেলে পাঠাচ্ছেন।এরপরও নেশা কারবাড়িরা প্রতিদিন নিত্য নতুন পথ অবলম্বন করে চলেছে।শুধু তাই না বিগত বেশ কয়েকদিন ধরে খোয়াই থানার উদ্যোগ বেশ কয়েকজন বড় বড় নেশা কারবারিদের কে আটক করতে গিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার হচ্ছে যাকে কেন্দ্র করে খোয়াই মহাকুমা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।বিগত কিছু দিন ধরে দেখা যাচ্ছে বিভিন্ন নেশা কারবারিরা নেশা সামগ্রী সাথে বিভিন্ন ধরনের অস্ত্র বহন করে চলেছে । তেমনি ভাবে শনিবার মহালয়ার দিন ভোরবেলা এক গোপন সূত্রের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ মিশন সঞ্জীবনীর অন্তর্গত খোয়াই পহরমুড়া এলাকার এক বাড়িতে তল্লাশি চালায় ভোর চারটা থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত।তখন তল্লাশি চলাকালী পহরমুরা এলাকার বাসিন্দা প্রদীপ সিং এর বাড়িতে তল্লাশি করলে পুলিশ প্রদীপ সিংহের ঘর থেকে ৫১হাজার ৮১০ টাকা ভারতীয় মুদ্রা উদ্ধার করে,পাশাপাশি ১২ গ্রাম ব্রাউন সুগার,২১০ টি ব্রাউন সুগার ভর্তি কৌটা উদ্ধার করে এবং ৩৪০ টি খালি কোটাও উদ্ধার করে।পাশাপাশি কোন এক কোম্পানির তৈরি একটি অত্যাধুনিক চাকু উদ্ধার করে তল্লাশির পর পুলিশ প্রদীপ সিং ও তার স্ত্রী অঞ্জনা সিং কে গ্রেফতার করে খোয়াই থানায় নিয়ে আসে।পুলিশ আধিকারিক জানান নেশা কারবারি প্রদীপ সিং এর সাথে ওনার স্ত্রী অঞ্জনা সিংহ ও জড়িত রয়েছে। শনিবার ভোরে নেশা বিরোধী অভিযানে অংশগ্রহণ করেন মহকুমা পুলিশ আধিকার প্রসন কান্তি মজুমদার,খোয়াই থানার ওসি সুবীর মালাকার,সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা সহ অন্যান্য পুলিশ কর্মীরা এ বিষয়ে পুলিশ আধিকারিক প্রসূন মজুমদার বলেন এই ধরনের অভিযান প্রতিনিয়ত চলতে থাকবে অপারেশন সঞ্জীবনীর মাধ্যমে ।