Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদআয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী জনকল্যাণ আরোগ্য যোজনার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের...

আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী জনকল্যাণ আরোগ্য যোজনার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় খোয়াই উত্তর চেবরি প্রাথমিক হাসপাতালে।

খোয়াই প্রতিনিধি ১৩ই অক্টোবর….শুক্রবার সকালে আয়ুষ্মান ভারত তথা প্রধানমন্ত্রী জনকল্যাণ আরোগ্য যোজনার অন্তর্গত বিনামূল্য এক চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয় খোয়াই উত্তর চেবরী স্থিত প্রাথমিক হাসপাতালে এই দিন সকাল ১১ ঘটিকায়। উক্ত শিবিরে চক্ষু পরীক্ষা করতে আসেন আগরতলার স্বনামধন্য অশ্বিনী নেত্রালয়ের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তাররা । এছাড়া চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন উত্তর চেবরী গ্রাম পঞ্চায়েতের প্রধান রুপা সিংহ রায় এবং উপ প্রধান অর্জুন পাল পঞ্চায়েত সচিব দুলাল সরকার এবং উত্তম গোপ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।উক্ত শিবিরে ৪২ জন রোগী তাদের চক্ষু পরীক্ষা করিয়েছেন এবং উনাদেরকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়া ৪২ জন রোগীর মধ্যে আট জনকে চোখের ছানি অপারেশন করানো হবে, এর জন্য তাদেরকে আগরতলা নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। উক্ত শিবিরটি হওয়াতে উত্তর চেবরি গ্রামের বিভিন্ন লোকেরা যে চক্ষুর সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তারা খুবই উপকৃত হন। তাতে করে গ্রামের জনসাধারণ জনগণ খুবই আশাবাদী যে এই ধরনের শিবির প্রতিবছর যাতে করা হয়। তাহলে গ্রামের সাধারণ গরিব অংশের মানুষজন অতি সহজেই চিকিৎসা করাতে পারবেন।এই শিবির হওয়ায় উত্তর চেবরী গ্রামের জনসাধারণ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান এই ধরনের চক্ষু শিবির করার জন্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য