Wednesday, November 6, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদমহালয়ার দিন সকালে বাইক দুর্ঘটনাকে আটকাতে বাইক নিয়ে তাণ্ডবকারী কিছু বখাটে যুবককে...

মহালয়ার দিন সকালে বাইক দুর্ঘটনাকে আটকাতে বাইক নিয়ে তাণ্ডবকারী কিছু বখাটে যুবককে বাইক সহ আটক করল খোয়াই থানার পুলিশ।

শনিবার থেকে সূচনা হয়ে গেল দেবিপক্ষের আর শনিবার দিনটি ছিল মহালয়ার দিন ।এই মহালয়াকে কেন্দ্র করে প্রতিবছর ভোর থেকে খোয়াই মহাকুমার বিভিন্ন এলাকার জনগণ বেরিয়ে পড়েন প্রাতঃ ভ্রমণের জন্য।পাশাপাশি কিছু দৌরাত্ম ছেলেরা বাইক নিয়ে অস্বাভাবিক গতিতে বাইক চালিয়ে প্রাতঃ ভ্রমণকারীদের কে যন্ত্রণা করে।যদিও দেখা গেছে খোয়াই থানার পুলিশের তৎপরতায় কোন ধরনের বাইকের দুর্ঘটনা ঘটেনি বলে জানান খোয়াই থানার সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা।মহালয়ার দিন বাইক দুর্ঘটনাকে এড়াতে এর জন্য পুলিশ প্রশাসন শনিবার ভোর তিনটে থেকে মহাকুমার বিভিন্ন স্পর্শকাতর এলাকা গুলিতে পুলিশ নাকা বসিয়ে দেয় যাতে করে অতিরিক্ত গতিবেগে যেসব যুবকরা বাইক নিয়ে প্রতিযোগিতার জন্য ঘোরাফেরা করে তাদেরকে আটকানো যায়।এই বিষয়ে খোয়াই থানার সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা বলেন শহরে কিছু বখাটে যুবক রয়েছে যারা এমন মহালয়ার পুণ্য দিনে অস্বাভাবিক গতিতে বাইক চালিয়ে শহরে ঘোরাফেরা করে এবং পথচালিত মানুষদেরকে যন্ত্রণা করে তাদেরকে শায়েস্তা করতে এই পিকেটিং এর ব্যবস্থা করা হয়েছে তাতে করে কয়েকজন যুবককে বাইক সমেত আটক করে পুলিশ যারা খোয়াই শহরের উপর মহালয়ার দিন অতি গতি বেগে বাইক চালাচ্ছিল।পুলিশ অফিসার যুগল ত্রিপুরা বলেন পুলিশের এই তৎপরতার কারণে বাইক দুর্ঘটনাকে এড়ানো সম্ভব হয়েছে মহালয়ার পুণ্য তিথিতে।পুলিশের এই অভিনব কাজের জন্য খোয়াই মহকুমা বাসি পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য