Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদটি আর এল এম এর উদ্যোগে ব্লক ভিত্তিক কৌশল মেলার আয়োজন করা...

টি আর এল এম এর উদ্যোগে ব্লক ভিত্তিক কৌশল মেলার আয়োজন করা হয় খোয়াই ব্লকে।

খোয়াই প্রতিনিধি ১৩ই অক্টোবর…খোয়াই ব্লকের অন্তর্গতটি আর এল এম উদ্যোগ বিভিন্ন এস এস জি গ্রুপের সদস্যাদের নিয়ে শুক্রবার দুপুরে ব্লক ভিত্তিক এক দিবসীয় কৌশল মেলার আয়োজন করা হয় খোয়াই আর ডি ব্লকের কনফারেন্স।এই দিন দুপুরে কৌশল মেলার উদ্বোধন করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা,এছাড়া এই দিন অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন খোয়াই ব্লক আধিকারিক অভিজিৎ দাস, অতিরিক্ত আধিকারিক নেপাল নাথ, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস,টি আর এল এম এর বিভিন্ন কো-অর্ডিনেটর সহ বিভিন্ন এসএস জি গ্রুপের সদস্যারা।এই কৌশল মেলায় উপস্থিত সমস্ত আধিকারিকরা একটি কথার উপরে জোর দেন যে কিভাবে মহিলাদেরকে শক্তিকরনের মাধ্যমে আত্মনির্ভর করে তোলা যায়। এর জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ ও প্রকল্পের মাধ্যমে মহিলাদের কে আত্মনির্ভর ও সামাজিক মর্যাদায় নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে সেই বিষয়ে কাজ করে চলেছে ।এই পুরুষতান্ত্রিক সমাজে একটা সময় ছিল পুরুষরাই কাজ করবে কিন্তু বর্তমান সময়ে দেখা গেছে রাজ্য এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে মহিলাদেরকে সামিল করতে হবে দেশের উন্নতির স্বার্থে। যদি মহিলারা আত্ম নির্ভর হয় তাহলে সমাজ যেমন সুন্দর হবে এর পাশাপাশি দেশ ও এগিয়ে যাবে।এছাড়া বিভিন্ন এলাকাতে ড্রপ আউট অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা বিভিন্ন কাজের সন্ধানে ঘুরছে অথচ তারা চাকরি পাচ্ছে না তাদের কাজ দরকার সেই সব ছেলে মেয়েদেরকে টি আর এল এম অন্তর্গত বিভিন্ন এস এস জির মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে রোজগারের ব্যবস্থা করে দেওয়া যাতে করে ওরা আত্মনির্ভর হতে পারে।এই ভাবে কাজ করে খোয়াই ব্লকের অন্তর্গত. বিভিন্ন এস এস সি গ্রুপের সদস্যরা আজ স্বনির্ভর হয়ে বিভিন্নভাবে কাজ করছে ।এই দিন কৌশল মেলাতে খোয়াই ব্লকের অন্তর্গত বিভিন্ন এস এস জি গ্রুপের সদস্যারা নিজেদের ষ্টল খুলে বসেন নিজেদের তৈরি করা অল্প অল্প জিনিস গুলোকে নিয়ে। অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে স্টল গুলির উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টলের মালিকদের সাথে কথাবার্তা বলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য