Thursday, December 5, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপারিবারিক কলহ ও অভাবে তাড়নায় দুই ছেলেকে বিষ পাণ করিয়ে মাও বিষ...

পারিবারিক কলহ ও অভাবে তাড়নায় দুই ছেলেকে বিষ পাণ করিয়ে মাও বিষ পান করে আত্মঘাতী হন

খোয়াই প্রতিনিধি ২৮শে সেপ্টেম্বর…পারিবারিক কলহও অভাবের তাড়নায় তিন সন্তানের জননী প্রমিলা মুন্ডা বয়স ৩৫, দুই নাবালক ছেলেকে বিষ পাণ করিয়ে শেষে নিজেও বিষ পান করে আত্মঘাতী হন। বাড়ি গোপালনগর এডিসি ভিলেজ অন্তর্গত কমলা বাগান এলাকাতে। ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানান বুধবার রাত দশটার পর কোন এক সময় প্রমিলা মুন্ডা এই কাণ্ড ঘটিয়েছেন। ঘটনা বিবরণে জানা যায় চারজনের পরিবার স্বামী মনু মুন্ডা একজন শ্রমিক। অভাব অনটন কে কেন্দ্র করে স্বামীর সঙ্গে স্ত্রী প্রমীলা মুন্ডার বাগবিতান্ডা হয়, যথারীতি স্বামী মনু মুন্ডা তাদের তৃতীয় কন্যা সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন এই সুযোগে প্রমীলা মুন্ডা ছেলে পরিমল মুন্ডা ১০ এবং মনেস মুন্ড ১২ জলের সাথে বিষ প্রাণ করিয়ে নিজে আত্মঘাতী হন। এই ঘটনার পর স্বামী ঘটনাটি টের পায়ে চিৎকার চেঁচামেচি তে পাশের ঘরের লোক এবং প্রতিবেশীরা দৌড়ে ছুটে আসেন এবং ঘটনাটি দেখতে পেয়ে চাম্পা হাওর থানাতে জানানো হয়। এই ঘটনার আত্মঘাতী তিন জনকে সঙ্গে সঙ্গে বেহালা বাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রমিলা মুন্ডা কে মৃত বলে ঘোষণা করেন এবং দুই নাবালক ছেলেকে খোয়াই জেলা হাসপাতালে পাঠানো হয়। এবং খোয়াই জেলা হাসপাতালে এক ছেলের মৃত্যু হয় অপরজনকে সঙ্গে সঙ্গে জিবিতে রেফার করা হয়। এই ঘটনার পর আজ খোয়াই জেলা হাসপাতাল সূত্রে জানা যায় জিবিতে রেফার কৃত সেই ছেলেটি ও মারা যায়। গোটা ঘটনায় কমলা বাগান এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য