Monday, September 9, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদসভ্য সমাজে অসভ্যতার নির্মম দৃষ্টান্ত স্থাপন করল এক শিক্ষক নামের কলঙ্ক, এই...

সভ্য সমাজে অসভ্যতার নির্মম দৃষ্টান্ত স্থাপন করল এক শিক্ষক নামের কলঙ্ক, এই মহান ব্যাক্তি তেলিয়ামুড়ার ধীমান রায়

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
সংবাদে প্রকাশ ধীমান দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া’তে বিভিন্ন জায়গায় অঙ্কন প্রশিক্ষণের সাথে যুক্ত। অতি সম্প্রতি ধীমান বাবুকে আবার তেলিয়ামুড়ার স্বনামধন্য বিদ্যালয় কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিদ্যাজ্যতি প্রকল্পে অঙ্কন শিক্ষক হিসেবে নিযুক্তি প্রদান করা হয়েছিল। এই ধীমান এবার পুলিশী গারদে। অভিযোগ, অঙ্কন শেখাতে গিয়ে ভয় ভীতি এবং হুমকি প্রদর্শন করে ১১ বছরের ১ নাবালক ছাত্রকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা সহ শারীরিক এবং মানসিক নির্যাতন করে আসছে ধীমান। পর্দার সামনে ভালো এবং বিজ্ঞ মানুষ সেজে ধীমান দীর্ঘদিন ধরেই এই রকমের ন্যক্কারজনক ঘটনার সাথে যুক্ত বলে তেলিয়ামুড়া জুড়ে গুঞ্জন। এদিকে অতি সম্প্রতি তেলিয়ামুড়া শহরেরই রাজনগর এলাকাতে জনৈক ব্যাক্তির নাবালক ছাত্র ধীমানের যৌন নির্যাতনের শিকার হয়ে প্রচন্ডভাবে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ ও বিধ্বস্ত হয়ে পড়ে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট অসুস্থ ছাত্রটি তার পরিবারের পরিজনদের কাছে অঙ্কন শিক্ষকের এই রূপের কথা তুলে ধরে। এই খবর বা ঘটনা জানতে পেরে সচেতন অভিভাবকের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। এবার সচেতন অভিভাবকরা অঙ্কন শিক্ষক ধীমানের ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন। লিখিত অভিযোগের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ কাল বিলম্ব না করে গ্রেপ্তার করলেন অঙ্কন শিক্ষক ধীমানকে। যেই ধীমান এক সময় তেলিয়ামুড়া নয় গোটা জেলার মধ্যে একজন উদীয়মান অঙ্কন শিল্পী হিসেবে নিজেকে প্রায় জাহির করতেন বা বলা চলে একটা প্রতিপত্তি তৈরি করেছিলেন আজ তার ঠিকানা হয়েছে পুলিশ লকআপে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানার পুলিশের দাবি হচ্ছে গোটা ঘটনার তদন্তক্রমে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি এটাও জানা গেছে আগামীকাল গুণধর যৌন হেনস্থাকারী অঙ্গন শিক্ষক ধীমানকে কোর্টে সৌপদ করা হবে। তেলিয়ামুড়ার অতি পরিচিত মুখ অঙ্কন শিক্ষক ধীমান যৌন হেনস্থার অভিযোগে পুলিশী ঘেরাটোপে এই খবর ছড়িয়ে পড়তেই গোটা তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সচেতন মহল থেকে দাবি উঠছে এরকম ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে অনতিবিলম্বে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হোক। উল্লেখ্য সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে ৬৬/২০২৩, ৩২৬/৫০৬/আই পি সি এবং পস্কো এর ৬ নং ধারাতে মামলা নথিভুক্ত হয়েছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য