খোয়াই প্রতিনিধি .. ৩শরা সেপ্টেম্বর……..রবিবার দুপুরে বামফ্রন্টের দুটি সংগঠন ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ সংগঠনের উদ্যোগে ছয় দফা দাবির ভিত্তিতে খোয়াই শহরে একটি মিছিল সংগঠিত করে ।এই দিন দুপুরে মিছিলটি খোয়াই কবিগুরু পার্ক স্থিত বামফ্রন্ট দলের সদর কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বন কর,খোয়াই সুভাষ পার্ক শ্রীকৃষ্ণের মন্দির হয়ে পুনরায় জেলা সদর কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয় ।উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক,বিধায়ক নির্মল বিশ্বাস,আলয় রায়,খোয়াই বিভাগীয় সম্পাদক গৌতম পাল,খোয়াই বিভাগীয় কমিটির সভানেত্রী এবং কেন্দ্রীয় কমিটির সদস্যা মনিকা শীল সহ অন্যান্য নেতৃত্বরা।মিছিল শেষে এক সাক্ষাতে ডি ওয়াই এফ আই সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন যে দাবি গুলি হচ্ছে এই রকম রাজ্যের যুবকদের কাজের দাবী ও নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করা সহ মোট ছয় দফা দাবির ভিত্তিতে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ রাজ্য ব্যাপী আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছে।এই আন্দোলনের কর্মসূচির অঙ্গ হিসেবে উক্ত দুটি সংগঠনের ডাকে রবিবার দুপুরে এক মিছিল সংঘটিত করা হয় খোয়াই শহর জুড়ে ।ডি ওয়াই এফ আই. সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এও বলেন যে ওরা লক্ষ্য করতে পারছে ২০১৮ সালে বিজেপি ও আই পি এফ টি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকার কর্মী সংকোচন নীতি গ্রহণ করে চলেছে।তাতে করে সরকারি দপ্তর গুলিতে লক্ষ লক্ষ শূন্য পদখালি পড়ে আছে তাতে নিয়োগের কোন উদ্যোগ নেই সরকারের।এছাড়া এই প্রথম লক্ষ্য করছেন যে রাজ্যে এম বি বি এস পাস করার পরও ছেলে মেয়েদের বেকার থাকতে হচ্ছে। প্যারামেডিকেল পাশ করার পরও এ এম এম এবং জি এন এম উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে চাকুরীর ব্যবস্থা করে দিতে পারছে না সরকার।অন্য দিকে রাজ্যের যুব সমাজ চাকরির দাবিতে লড়াই করছে ঐক্য বদ্ধ হয়ে ঠিক সেই সময়ে সারা রাজ্যে ভয়ংকর ভাবে নেশার প্রকোপ বেড়ে গেছে ।এবং রাজ্যের যুবসমাজ নেশার কবলে পড়ে তাদের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ধাবিত করছে।এছাড়া রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বেহাল দশায় পরিণত হয়েছে।এখানে শুধুমাত্র জেলা হাসপাতাল গুলির কথা বলা হচ্ছে না খুদ রাজ্যের সব থেকে বড় রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে চিকিৎসক নেই।এছাড়া নিয়মিত চিকিৎসকরা স্বাস্থ্য পরিসেবার উন্নতির জন্য যে দায়িত্ব গ্রহণ করার কথা সেই দায়িত্ব তারা গ্রহণ করতে পারছে না।এছাড়া ব্লাড ব্যাংক গুলিতে রক্ত সংকট তৈরি হয়েছে এর পাশাপাশি বিভিন্ন স্কুল গলিতে মারাত্মকভাবে শিক্ষক সংকট দেখা দিয়েছে।বিশেষ করে ১০৩২৩ এর কর্মচ্যুত শিক্ষক-শিক্ষিকারা চাকুরী থেকে সরে যাবার পর প্রত্যেকটি স্কুলে ভয়ংকর শিক্ষকের সংকট তৈরি হয়েছে।এছাড়া টেট পাস করার পরও সরকার সবার নিয়োগের ব্যবস্থা করতে পারছে না ফলে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ সংগঠন মনে করে তাদের দাবিগুলি বামপন্থীদের একার দাবি না রাজ্যের সমস্ত অংশের অর্থাৎ ৩৭ লক্ষ মানুষের জরুরী দাবি।তাই এই দাবিগুলোকে নিয়েই দুটি সংগঠন পথে নেমেছে এবং আগামী দিন এই রাজ্যের জনগণের স্বার্থে সংশ্লিষ্ট এই দাবি গুলি কে নিয়ে তীব্র লড়াই আন্দোলন আগামী দিন সংঘটিত করা হবে জনাব ডি ওয়াই এফ আই সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক।