Thursday, October 10, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদসদ্য প্রয়াত এক বিজেপি কর্মীর পরিবারের সাথে দেখা করতে খোয়াইতে আসলেন বিজেপির...

সদ্য প্রয়াত এক বিজেপি কর্মীর পরিবারের সাথে দেখা করতে খোয়াইতে আসলেন বিজেপির বরিষ্ঠ নেতা সুবল ভৌমিক

শুক্রবার দুপুরে প্রয়াত একনিষ্ঠ এক বিজেপি কর্মীর পরিবারের সাথে দেখা করতে আসলেন রাজ্য বিজেপি দলের বড়িষ্ঠ নেতা সুবল ভৌমিক। গত ১৫ এপ্রিল পয়লা বৈশাখের দিন দুপুর নাগাদ হয়তো হয়েছিলেন খোয়াই বিজেপি মন্ডল কমিটির এক সদস্য মনোজ কুমার সাহা ওরফে বাপন সাহা যাকে খোয়াই বাসি বাপন সাহা হিসেবে চিনে। এই বপন সাহার সাথে রাজনীতি করার সুবাদে দীর্ঘদিনের পরিচয় ছিল সুবল ভৌমিকের।এখানে উল্লেখ্য বাপন সাহা দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার যোনিত সমস্যায় ভুগছিলেন হত দরিদ্র হবার কারণে সঠিকভাবে চিকিৎসাও করতে পারেননি তাই এক প্রকার বিনা চিকিৎসায় মাত্র ৪৮ বছর বয়সে ইহ লোকের মায়া মমতা ত্যাগ করে পড়লোকে চলে যান মৃত্যুকালে ওনার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। স্বামীকে হারিয়ে বাপন সাহার পরিবার বর্তমানে অসহায় অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের কর্মী বাপন সাহার মৃত্যুর খবর পেয়ে শুক্রবার দুপুর বিপিসি পাড়ার ভাড়া বাড়িতে বাপন সাহার পরিবারের সাথে দেখা করতে আসলেন বিজেপি রাজ্য কমিটির বলিষ্ঠ নেতা সুবল ভৌমিক। তিনি পরিবারের সাথে কথা বলেন এবং সান্তনা দেন। উনার সফরকাল উনার সাথে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রমেন সাঁওতাল সহ এলাকার নেতৃত্ব রঞ্জিত ঘোষ, রাজিব বণিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তবে বাপন সাহার পরিবারটিকে কিভাবে সাহায্য করা যায় সে বিষয় তিনি চিন্তা ভাবনা করবেন বলে আশ্বস্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য