শনিবার আগরতলা পৌর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ড এলাকাটি পরিদর্শন করেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে ওনার সঙ্গে উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ডের কর্পোরেট তুষার কান্তি ভট্টাচার্য মনোজ কান্তি দেব রায় সহ অন্যান্য আধিকারিকরা। জানা যায় ৩৫ নং পুরো ওয়ার্ডের অন্তর্গত রবিদাস পাড়ার উন্নয়নে এসি ওয়েলফেয়ার দপ্তর থেকে ৫০ লক্ষ টাকা স্যাংশন করা হয়েছে। রাস্তাঘাট অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ বিভিন্ন জায়গা সংস্কার করা হবে এই টাকায়। এদিন পরিদর্শনের পর পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান নিগমের অনুরোধে তপশিলি জাতি কল্যাণ দপ্তর রবিদাস পারার সার্বিক উন্নয়নে ৫০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। ইতিমধ্যে বেশকিছু কাজের জন্য ওয়ার্ক অর্ডার ইসু করা হয়ে গেছে। প্রাথমিক ভাবে এলাকার ড্রেইন, অঙ্গনওয়াড়ি সেন্টারের সংস্কার করা হবে।