সংবাদে প্রকাশ, চাকমাঘাট মানিক দেবনাথ পাড়ায় দাসু দাস নামের এক ব্যক্তির বসতবাড়ির রান্নাঘরে আচমকাই বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা রান্নাঘর সহ অপর একটি ঘরের অংশ। পুড়ে ছাই হয়ে যায় সম্পূর্ণ রান্নাঘর, সেইসঙ্গে রান্নাঘর লাগওয়া ঘরটির মধ্যে থাকা টিভি, আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিক্ষা প্রত্যক্ষ করতে পেরে তৎক্ষণাৎ ছুটে আসে এলাকার লোকজন এবং খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রচেষ্টা শুরু করে। পরবর্তীতে দীর্ঘ সময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এলাকাবাসীর সহ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। এব্যাপারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির তরফ থেকে জানানো হয় এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। অন্যদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।।