সাত সকালে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনা রাজধানীর লিচু বাগানস্থিত হাইকোর্ট সংলগ্ন একটি ঝোপে। ঘটনাটি খুন না অন্য কিছু সে সম্পর্কে ধন্দ্বে রয়েছে পুলিশ।
ফের রাজধানী থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ।ঘটনাটি খুন না অন্য কিছু তা নিয়ে ধন্দ্বে ncc থানার পুলিশ ।তবে এলাকাবাসীর অভিমত, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনা রাজধানীর লিচুবাগানস্থিত হাইকোর্ট সংলগ্ন একটি ঝোপে। এদিন স্থানীয়রা প্রাতভ্রমণে বেরিয়ে হাইকোর্ট সংলগ্ন এলাকার একটি ঝোপের মধ্যে এক যুবককে উপুর হয়ে পড়ে থাকতে দেখেন। সাথে সাথে তারা এনসিসি থানায় ঘটনাটি জানান ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এনসিসি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে নিয়ে যায়। এদিন পুলিশ আধিকারিক জানান ,মৃতদেহে কোন বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ।মৃত যুবকটিকে এর আগে এলাকায় কেউ দেখেননি বলেও জানান তিনি ।ঘটনাটি খুন না অন্য কিছু সে সম্পর্কে এখনই স্পষ্ট করে কিছু বলতে পারছেন না বলে জানান এনসিসি থানার পুলিশ আধিকারিক।
এদিকে এলাকাবাসীর অভিমত ,ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। স্থানীয়দের ধারণা ,গোয়ালা বস্তি এলাকায় প্রতিদিনই নেশার ঠেক বসে । একে বিভিন্ন স্থান থেকে প্রচুর যুবক এসে ভিড় জমায় ।এই নেশার ঠেকেই এসেছিল যুবকটি। সেখানে কোন একটি বিষয় নিয়ে ঝামেলার সৃষ্টি হয় এবং এর পরিণাম এই হত্যাকাণ্ড। এদিকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে হাইকোর্ট চত্বর এলাকায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।