আগরতলা, ১৩ এপ্রিল।। ত্রিপুরা দর্পণের নির্বাচিত আর্কাইভ সংকলন প্রকাশিত হতে চলেছে। আগামী ১৭ ই এপ্রিল, সন্ধ্যা ছয়টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নম্বর হলে এই সংকলন গ্রন্থের আনুষ্ঠানিক আবরণ উন্মোচিত হবে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ওড়িশা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারক শুভাশিস তলাপাত্র, বরিষ্ঠ সাংবাদিক সত্যব্রত চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে উজ্জীবনের গান পরিবেশন করবেন জি বাংলার সারেগামাপা খ্যাত কালীকাপ্রসাদ স্মৃতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী আরাত্রিকা সিনহা। পাশাপাশি থাকবে রাজ্যের একমাত্র মেয়েদের ব্যান্ড মেঘবালিকার গান। জীবন সত্যের নিরন্তর খোঁজে ত্রিপুরা দর্পণের যাত্রাটা শুরু হয়েছিল ১৯৭৪ সালে। দীর্ঘ ও রুক্ষ এই যাত্রাপথে অনেক চড়াই উতরাই পেরিয়ে ৫০ বছর পূর্ণ করেছে ত্রিপুরা দর্পণ। ২০২৩ সালে পঞ্চাশে পা রাখার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছিল ত্রিপুরা দর্পণ। দীর্ঘ এই পথ চলার সাথী সাংবাদিক, সংবাদ কর্মী এবং পত্রিকা বিতরণ বন্ধুদের সম্মান জানানো হয়েছিল ওই অনুষ্ঠানে। তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল স্মারক সম্মাননা। আর পাঠক এবং হিতৈষী, যাদের ছাড়া দীর্ঘ এই পথ চলা প্রায় অসম্ভব ছিল, তাদের ভালোবাসার উষ্ণতায় সেদিন পরিপূর্ণ হয়ে উঠেছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নম্বর হল। এই সাহসী যাত্রার উদযাপনে সেদিনই একটি সংকলন প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল। এই ৫০ বছরে ত্রিপুরা দর্পণে প্রকাশিত আন্তর্জাতিক, জাতীয় এবং রাজ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলীকে ঐতিহাসিক দুর্লভ একটা দলিলের মতো একসঙ্গে গেঁথে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু নিষ্ঠার সঙ্গে এত বড় একটা কাজ নির্দিষ্ট সময় মেপে করা সম্ভব হয়ে ওঠেনি। সবটা কাজ গুছিয়ে নিতে দুইবছর সময় লেগে যায়। কিছুটা দেরিতে হলেও শেষপর্যন্ত কথা অনুযায়ী কাজ করা সম্ভব হয়েছে। আগামী ১৭ এপ্রিল প্রকাশিত হতে চলা মোট ছয়টি খণ্ডের এই সংকলন যেকোনো কারোর জন্যই নিঃসন্দেহে দুষ্প্রাপ্য সংগ্রহ হতে চলেছে। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।