বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ১৩ই এপ্রিল…..খোয়াই মহাদেব টিলা স্থিত যুবসংঘ ক্লাবের উদ্যোগে ১৪ই এপ্রিল সোমবার অর্থাৎ সংক্রান্তির দিন দুপুরে মহাদেব টিলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭৬ তম চরক মেলা। এই মেলাকে কেন্দ্র করে ক্লাব কর্তৃপক্ষ বিশাল আয়োজন করেছে।এই বিষয়ে বলতে গিয়ে যুবসংঘ ক্লাবের সভাপতি প্রবীর দাস বলেন এই মেলা এ বছর ৭৬ বছরে পা দিয়েছে। যদিও এই মেলাকে আগে এলাকাবাসী ও গ্রাম পঞ্চায়েতের লোকেরা মিলে মেলার আয়োজন করত।যদিও গত সাত বছর ধরে এই মেলায় আয়োজন করে চলেছেন এলাকার যুবসংঘ ক্লাব। বর্তমানে এই ক্লাবের উদ্যোগেই মেলাটি হয়ে আসছে। এর জন্য প্রচুর সংখ্যক দোকান বসে এই মেলাকে কেন্দ্র করে। পাশাপাশি সংক্রান্তির প্রথম চরক মেলা হওয়াতে ব্যাপক ভীর জমে মেলা প্রাঙ্গণে। আর এই মেলাটি হল ত্রিপুরা রাজ্যের প্রথম চরক মেলা। এবং এই মেলাকে দেখার জন্য খোয়াই বাসি প্রতিবছর এই দিনের জন্য অপেক্ষা করে থাকে। যদিও আজকাল বিভিন্ন এলাকায় বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আজকাল এই চরক মেলা হয়ে থাকে। তাই ৭৬ বছরের এই ঐতিয্যবাহী চরক মেলাকে দেখে উপভোগ করার জন্য ক্লাবের পক্ষ থেকে খোয়াই বাসিকে সাদর আমন্ত্রণ জানান ক্লাব সভাপতি প্রবীর দাস।