দুর্বৃত্তদের হামলায় কলেজ শিক্ষক আক্রান্তের ঘটনার নিন্দার কোন ভাষা নেই রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থার যে অবশিষ্ট কিছু নেই তার নগ্ন নিদর্শন এটি লংতরাই ভ্যালি সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এর উপর হামলার ঘটনায় এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম সদস্য জিতেন্দ্র চৌধুরী।
শুক্রবার লং তরাই ভ্যালি সরকারি ডিগ্রী কলেজের ভেতরে একদল দুর্বৃত্তদের হামলায় আক্রান্ত হন কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অলক দাস পুলিশের সামনে কলেজের প্রশাসনিক ভবনের মেঝেতে ফেলে দুর্বৃত্তরা অধ্যাপককে মারধর করে এই ঘটনায় নিরব দর্শকের ভূমিকা পালন করেছিল পুলিশ শনিবার সংশ্লিষ্ট ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম পুলিটব্যুরোর সদস্য জিতেন চৌধুরী । এক প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা জানান এই ঘটনার নিন্দার কোন ভাষা নেই এই ধরনের ঘটনার নতুন কিছু নয় তিনি বলেন এতদিন হাসপাতালের ডাক্তার ,ব্লকের বিডিও পূর্ত ও আর ডি দপ্তরের ঠিকেদারী কাজের বন্টনে এই ধরনের হামলার ঘটনা হতো । এবার তা শিক্ষা প্রতিষ্ঠানে গড়িয়েছে বিরোধী দলনেতা তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন রাজ্যে যে আইন-শৃঙ্খলার অবশিষ্ট কিছু নেই এই ঘটনা এর নগ্ন নিদর্শন।
এদিন বিরোধী দলনেতা আরো বলেন সংবিধান বহির্ভূত কিছু শক্তির হাতে চলে গেছে গোটা রাজ্য এদের পেছনে আশীর্বাদ রয়েছে তাই এই ধরনের ঘটনায় প্রশাসন পঙ্গু হয়ে পড়েছে । তিনি আরো জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার সরকারের এই ধরনের ঘটনার লাগাম টানার কোন শক্তি নেই অপশক্তির কাছে এদের হাত-পা বাঁধা হয়ে গেছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এই ক্ষেত্রে এগিয়ে না এলে এই ধরনের ঘটনার প্রতিরোধ সম্ভব নয় । এদিকে লংতরাই সরকারি ডিগ্রী কলেজে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।