শনিবার রাজধানীর খেজুরবাগানস্থিত ভগত সিং যুব আবাস কেন্দ্রে অনুষ্ঠীত হল রাজ্য সরকারের শরীক দল আই পি এফ টির মহিলা সংগঠন ইন্ডিজিনিয়াস ওমেন্স ফ্রন্ট অফ তিপ্রার ত্রী বার্ষিক রাজ সম্মেলন । এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন আই পি এফ টি সম্পাদক প্রেম কুমার রিয়ায়ং এবং মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া । এদিনের সম্মেলনের মুল লক্ষ হল সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা । সেই লক্ষে এদিনের সম্মেলনে গঠিত হয়েছে নতুন রাজ্য কমিটি । এদিন সংবাদ মাধ্যমকে মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া বলেন পৃথক রাজ্যের দাবীকে সামনে রেখে স্বর্গীয় এন সি দেব্বমার হাত ধরে আত্মপ্রকাশ হয়েছিল আই পি এফ টি দলের , পরে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি সাথে জোট হয়ে রাজ্যে পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিল এই আঞ্চলিক দলটি , তখনকার সময় রাজ্যে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে গঠিত আন্দোলনগুলিতে এই সংগঠনের মহিলা সংগঠন গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল । কিন্তু বিগত কয়েক বছর ধরে সংগঠনটি দুর্বল হয়ে পড়েছে তাই সংগঠনটিকে পুনরায় চাঙ্গা করে তুলতে এই সম্মেলনের আয়জন বলে জানান । তাছাড়া তিনি আশা ব্যাক্ত করেন এই সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটি বিগত দিনের ন্যায় শক্তিশালী হয়ে আবারো ময়দানে ঝাপাবে বলে । এদিনের সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশা মহিলা কার্যকরতাদের উপস্থিতি ছিল লক্ষনিয় ।