গলা এবং হাত কেটে আত্মহত্যার চেষ্টা এক ফার্মাসিস্ট যুবতীর। যুবতীর নাম রিয়াংকা দেববর্মা ।ঘটনা শুক্রবার সকালে রাজধানীর লালবাহাদুর ব্যায়ামাগার এলাকায় ।বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই যুবতী।
ধারালো অস্ত্র দিয়ে নিজের হাত এবং গলা কেটে আত্মহত্যার চেষ্টা করল এক ফার্মাসিস্ট যুবতী ।ঘটনা শুক্রবার সকাল এগারোটা নাগাদ রাজধানীর লালবাহাদুর ব্যামাগার এলাকায় ।গুরুতর আহত যুবতীর নাম রিয়াঙ্কা দেববর্মা। বাড়ির লোকেরা তাকে সাথে সাথে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন ।কি কারনে যুবতী আত্মহত্যার চেষ্টা করে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিন জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শোয়া ১১ টা নাগাদ রক্তাক্ত এই রোগীকে তারা গ্রহণ করেছেন ।তার গলা এবং হাতে গভীর ক্ষতচিহ্ন ছিল। সবগুলিই সেলফ ইনফ্যাক্টেড ক্ষত বলে জানান চিকিৎসক। তিনি আরো জানান ,বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এই যুবতী।
এই আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।