ওবিসি সম্প্রদায় ভুক্ত ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ডের ফিলাপ করা ফরম চেকিং এর সময়সীমা বৃদ্ধির দাবি জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওবিসি ডিপার্টমেন্ট এবং প্রদেশ এন এস ইউ আই। শুক্রবার এই দাবির ভিত্তিতে দুই সংগঠনের এক প্রতিনিধিদল রাজ্য সরকারের ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তার সাথে ডেপুটেশনে মিলিত হয়। ডেপুটেশন কালে অধিকর্তাকে সংশ্লিষ্ট দাবি জানানো হয় ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এন এস ইউ আই ছাত্রনেতা জানান ,ওবিসি কল্যাণ দপ্তরের আধিকারিকদের অকর্মণতায় হাজার হাজার ওবিসি সম্প্রদায় ভুক্ত ছাত্রছাত্রীরা স্টাইপেন্ড এবং স্কলারশিপ প্রাপ্তি থেকে বঞ্চিত হতে যাচ্ছেন ।টাইপেন্ড না পেয়ে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন ।এই অবস্থায় কর্তৃপক্ষকে স্টাইফেন্ডের জন্য ফিলাপ করা ফর্ম চেকিং এর সময়সীমা বৃদ্ধি করতে হবে। আগামী সাত দিনের মধ্যে এই দাবি মানা না হলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওবিসি ডিপার্টমেন্ট এবং এন এস ইউ আই বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে বলে জানান তিনি।