Sunday, April 20, 2025
বাড়িখবররাজ্যপূর্ব থানার পুলিশের হাতে গ্রেফতার স্বর্ণালংকার সহ এক চোর

পূর্ব থানার পুলিশের হাতে গ্রেফতার স্বর্ণালংকার সহ এক চোর

চুরি যাওয়া স্বর্ণালংকার সহ চোরেদের এক গ্যাংলিডার কে আটক করল পূর্ব থানার পুলিশ ।ধৃতের নাম সোহেল মিয়া ।তার কাছ থেকে প্রায় দু লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

গত ২৫ মার্চ রাতে রাজধানীর চিত্তরঞ্জন রোড এলাকার জনৈক গৌতম দাসের বাড়িতে চুরি হয় ।এই অভিযোগ পেয়ে পূর্ব থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে ৪ সদস্যের টিম গঠন করে তদন্ত শুরু করে। এই টিমে ছিলেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এবং আরো তিন পুলিশ আধিকারিক। চুরিকাণ্ডের তদন্ত চলাকালীন সময়ে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পূর্ব থানার পুলিশ মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে সোহেল মিয়াকে গ্রেফতার করে ।তার কাছ থেকে সংশ্লিষ্ট চুরি কান্ডে চুরি যাওয়া দুটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দোল উদ্ধার করা হয় ।এদিন পূর্ব থানায় বসে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানান ।তিনি জানান ,এই চুরি কান্ডে সোহেল মিয়ার সাথে আরো তিন চার জন যুক্ত রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় জানতে ধৃত অভিযুক্ত সোহেল মিয়াকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় আরো জানান ,ধৃত অভিযুক্ত সোহেল মিয়ার বিরুদ্ধে পূর্বে একাধিক চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগ ছিল। বেশ কিছুদিন যাবৎ তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না ।সম্প্রতি সে একটি গ্যাং তৈরি করে রাজধানীতে চুরি-কাণ্ড সংঘটিত করে চলছিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য