ত্রিপুরা রাজ্যে ট্রপিক্যাল অর্কিডের উৎপাদন বাড়ানো ও প্রসারিত করার লক্ষ্যে আজ সিকিমস্থিত আইসিএআর-ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিডস (এনআরসিও) এর উদ্যোগে এবং আইসিএআর রিসার্চ কমপ্লেক্স ফর এনইএইচ রিজিয়ন এবং উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় প্রজ্ঞাভবনে একদিনব্যাপী প্রশিক্ষণ ও রোপন উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি অর্কিড চাষের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির সম্ভাবনা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক, চাষি, কৃষক ক্লাব ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎসাহজনক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কর্মসূচিতে ডেনড্রোবিয়াম প্রজাতির ১২,০০০ উন্নতমানের অর্কিড রোপন উপকরণ ও কোকো ব্লক বিতরণ করা হয়। যার মোট মূল্য ৩৫ লক্ষ টাকা। হরিয়ানাস্থিত আইসিএআর-টুডব্লিওবিআর থেকে এনইএইচ কম্পোনেন্টের আওতায় এই সকল সামগ্রী প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, পিএস ও নোডাল অফিসার (এনইএইচ), আইসিএআর-টুডব্লিওবিআর, ড. যোগেন্দ্র সিং, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা ড. পি বি জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা দীপক দাস। স্বাগত বক্তব্য রাখেন আইসিএআর-এনআরসিও-র অধিকর্তা ড. এস পি দাস। তিনি ডেনড্রোবিয়াম অর্কিডের চাষে ব্যবহৃত সঠিক ব্যবস্থাপনা কৌশল এবং কেন্দ্রের বিভিন্ন সাফল্য নিয়ে বক্তব্য রাখেন। এই উপলক্ষে আইসিএআর-এনআরসিও, সিকিম এর বিজ্ঞানীরা টেকনিক্যাল সেশন পরিচালনা করেন, যেখানে কৃষকদের ট্রপিক্যাল অর্কিড চাষের ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে ৩০ জন কৃষক এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।