Sunday, April 20, 2025
বাড়িখবররাজ্যত্রিপুরায় ডেনড্রোবিয়াম অর্কিডের চাষ সম্প্রসারণের লক্ষ্যে প্রশিক্ষণ সহ রোপন উপকরণ বিতরণ

ত্রিপুরায় ডেনড্রোবিয়াম অর্কিডের চাষ সম্প্রসারণের লক্ষ্যে প্রশিক্ষণ সহ রোপন উপকরণ বিতরণ

ত্রিপুরা রাজ্যে ট্রপিক্যাল অর্কিডের উৎপাদন বাড়ানো ও প্রসারিত করার লক্ষ্যে আজ সিকিমস্থিত আইসিএআর-ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিডস (এনআরসিও) এর উদ্যোগে এবং আইসিএআর রিসার্চ কমপ্লেক্স ফর এনইএইচ রিজিয়ন এবং উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় প্রজ্ঞাভবনে একদিনব্যাপী প্রশিক্ষণ ও রোপন উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি অর্কিড চাষের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির সম্ভাবনা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক, চাষি, কৃষক ক্লাব ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎসাহজনক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কর্মসূচিতে ডেনড্রোবিয়াম প্রজাতির ১২,০০০ উন্নতমানের অর্কিড রোপন উপকরণ ও কোকো ব্লক বিতরণ করা হয়। যার মোট মূল্য ৩৫ লক্ষ টাকা। হরিয়ানাস্থিত আইসিএআর-টুডব্লিওবিআর থেকে এনইএইচ কম্পোনেন্টের আওতায় এই সকল সামগ্রী প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, পিএস ও নোডাল অফিসার (এনইএইচ), আইসিএআর-টুডব্লিওবিআর, ড. যোগেন্দ্র সিং, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা ড. পি বি জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা দীপক দাস। স্বাগত বক্তব্য রাখেন আইসিএআর-এনআরসিও-র অধিকর্তা ড. এস পি দাস। তিনি ডেনড্রোবিয়াম অর্কিডের চাষে ব্যবহৃত সঠিক ব্যবস্থাপনা কৌশল এবং কেন্দ্রের বিভিন্ন সাফল্য নিয়ে বক্তব্য রাখেন। এই উপলক্ষে আইসিএআর-এনআরসিও, সিকিম এর বিজ্ঞানীরা টেকনিক্যাল সেশন পরিচালনা করেন, যেখানে কৃষকদের ট্রপিক্যাল অর্কিড চাষের ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে ৩০ জন কৃষক এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য