46 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সোমবার থেকে জন সম্পর্ক অভিযান কর্মসূচি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। সোমবার ১৩ প্রতাপগড়ের ঋষি কলোনি এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির শহর সদর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য , ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
১৯৮০ সালের ৬ এপ্রিল জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি হিসেবে আত্মপ্রকাশ লাভ করে ।তৎকালীন সাংসদ তথা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির হাত ধরে এই পার্টি আত্মপ্রকাশ করে ।এ বছর ৬ এপ্রিল ৪৬ তম বর্ষে পদার্পণ করেছে এই রাজনৈতিক দলটি ।বিজেপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার থেকে দেশব্যাপী জনসম্পর্ক অভিযান কর্মসূচি শুরু হয়েছে ।এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার সকালে ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ঋষি কলোনি এলাকায় এক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি শহর সদর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ প্রদেশ বিজেপির নেতৃবৃন্দ ।এই কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি তথা সংসদ ও রাজীব ভট্টাচার্য জানান, দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সোমবার থেকে রাজ্যেও জনসম্পর্ক অভিযান কর্মসূচি শুরু হয়েছে ।রাজ্যের সব মন্ত্রী, বিধায়ক ও নেতৃবৃন্দ রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করে নেতৃবৃন্দ বিভিন্ন প্রান্তের সুবিধাভোগী জনগণের সাথে কথা বলবেন। তাদের অভাব অভিযোগ শুনবেন। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজকর্ম এবং রাজ্যের সার্বিক উন্নয়নে রাজ্য সরকারের কাজকর্ম গুলি নেতৃবৃন্দ জনগণের সামনে তুলে ধরবেন।
এই কর্মসূচিতে যোগদান করে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ ঋষি কলোনি এলাকায় জনগণের বাড়ি বাড়ি যান ও তাদের অভাব অভিযোক সম্পর্কে অবগত হন।