আর্ট অফ উইনিংইনস্টিটিউট এর পক্ষ থেকে রবিবার আগরতলার মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কিভাবে রাজ্যের ছাত্রছাত্রীরা টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন সেই বিষয়ের উপর আড়াই হাজার ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হয়। সকাল ১১ টা থেকে প্রথম শিফটে পরীক্ষা গ্রহন শুরু হয়েছে দুপুর একটা পর্যন্ত দ্বিতীয় শিফটে পরীক্ষা নেওয়া হবে তিনটে পর্যন্ত। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হার্ট অফ উইনিং এর প্রতিষ্ঠাতা সংবাদ মাধ্যমে জানান অনলাইনের মাধ্যমে ১১ হাজার ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেছে তার মধ্যে আড়াইহাজার ছাত্র-ছাত্রী বাছাই করে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এই পরীক্ষার মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা যাতে যে আর বি টি পরিচালিত আগামী এপ্রিল মাসে টেট পরীক্ষায় ভালো করে পরীক্ষা দিতে পারেন সে বিষয়ের উপর প্রশিক্ষণ নেওয়া হয়।