Sunday, April 20, 2025
বাড়িখবররাজ্যরাজধানীতে CITU ভুক্ত অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকদের মিছিল

রাজধানীতে CITU ভুক্ত অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকদের মিছিল

ভারতীয় নায়ক সংহিতা আইনের ১০৬ এর এক এবং দুই ধারা বাতিল সহ বিভিন্ন দাবিতে 24 মার্চ দিল্লিতে পার্লামেন্ট অভিযান করবে সারা দেশের পরিবহন শ্রমিকরা এই কর্মসূচি সমর্থনে সোমবার রাজধানীতে মিছিল সংঘটিত করে সিআইটি ইউ অন্তর্ভুক্ত অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকরা এই মিছিলে নেতৃত্বে ছিলেন সিটু রাজ্য সভাপতি মানিক দে।

পরিবহন শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট ১৬ দফা দাবির ভিত্তিতে সোমবার রাজধানীতে মিছিল সংঘটিত করল সিআইডিইউ রাজ্য শাখা মূলত আগামী ২৪ মাস অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ডাকে, দিল্লিতে পার্লামেন্ট অভিযানের ডাক দেওয়া হয়েছে এই পার্লামেন্ট অভিযানের সমর্থনে সোমবার এই মিছিল সংঘটিত করা হয় এর নেতৃত্বে ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে তিনি জানান ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১০৬ এর এক এবং দুই ধারা বাতিল করতে হবে এই আইনের মটর শ্রমিকদের শোষণ করা চলছে আমেরিকার অনুকরণে এই আইন নাঘু করেছে সরকার এই আইনের ফলে মটর শ্রমিকরা সারা দেশ জুড়ে বিপন্ন হচ্ছেন। এদিন citu রাজ্য সভাপতি আরো জানান কেন্দ্র ও রাজ্য সরকার একদিকে পেট্রল ডিজেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধি করে চলছে অপরদিকে মোটর শ্রমিকদের উপর বিভিন্ন ট্যাক্স চাপিয়ে দিচ্ছে পাশাপাশি নেশা দ্রব্য পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে পুলিশ অসহায় মোটর শ্রমিকদের ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশের পরিবহন শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ফেডারেশন আগামী ২৪ মার্চ দিল্লিতে জমায়েত ও কেন্দ্রীয় মিছিলের ডাক দিয়েছে এর সমর্থনেই সোমবার আগরতলায় মিছিল সংঘটিত করা হচ্ছে বলে জানান তিনি। এদিন পরিবহন শ্রমিকদের এই মিছিলটি সিআইটিইউ রাজ্য দপ্তরের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য