Sunday, April 20, 2025
বাড়িখবররাজ্যরক্তদানে সামাজিক দায়বদ্ধতা পালনে যুবসমাজের প্রতি আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর

রক্তদানে সামাজিক দায়বদ্ধতা পালনে যুবসমাজের প্রতি আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর

দেহের উদ্বৃত্ত রক্ত দান করে মুমুর্ষুকে বাচানোর মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে যুব সমাজের প্রতি আহ্বান রাখলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ।রবিবার রাজধানীর সার্কিট হাউজ সংলগ্ন কুঞ্জবন সেবক সংঘ আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই আহ্বান রাখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

রাজধানীর উত্তরাংশের কুঞ্জবন সেবক সংঘের উদ্যোগে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।এই রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন ,পরিবহন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,স্থানীয় কর্পোরেটর, কুঞ্জবন সেবক সংঘের সভাপতি ,সম্পাদক, ক্লাব সদস্য ও এলাকাবাসী। এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মেয়র দীপক মজুমদার ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ,রক্তদান এমন একটি মহ ৎ দান যা টাকা পয়সার বিনিময়ে হয় না। প্রচুর সংখ্যক বিজ্ঞানী মানবদেহের রক্তের বিকল্প আবিষ্কারের প্রয়াস জারি রেখেছেন ।কিন্তু এখন পর্যন্ত তারা সাফল্য অর্জন করতে পারেননি। কেবলমাত্র মানুষের থেকে মানুষকেই রক্তদান করতে হবে ।তিনি বলেন, মানবদেহের উদ্বৃত্ত রক্ত দান করা প্রয়োজন ।কারণ এই রক্ত দেহে বেশি দিন থাকতে পারে না ।আবার রক্ত দান করলে তিন মাসের মধ্যে এই রক্ত দেহে উৎপন্ন হয় ।মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তদানের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যের জনসংখ্যার অনুপাতে এক শতাংশ অর্থাৎ ৪০ হাজার ইউনিট রক্ত বছরে প্রয়োজন হয় ।এই রক্ত মানুষ থেকে সংগ্রহ করা হয় ।রক্তদানে এগিয়ে আসার জন্য রাজ্যের সবকটি ক্লাব এবং সামাজিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ।এই আহবানে সাড়া দিয়েই রবিবার ক্লাব প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করে কুঞ্জবন সেবক সংঘ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য