Tuesday, March 25, 2025
বাড়িখবররাজ্যনেশা সামগ্রী সহ নেশা কারবারি আটকে সক্ষম পূর্ব আগরতলা থানার পুলিশ

নেশা সামগ্রী সহ নেশা কারবারি আটকে সক্ষম পূর্ব আগরতলা থানার পুলিশ

নেশা মুক্ত ত্রিপুরা গড়ার আহ্বানকে সামনে রেখে নেশা কারবারীদের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে সূত্রের পাওয়া খবর এর ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে রাজধানী আগরতলার একাধিক জায়গায় অভিযান চালিয়ে নেশা সামগ্রী সহ নেশা কারবারিদের আটক করতে সক্ষম হলো পুলিশ। এদিন এমবিবি কলেজ সংলগ্ন এবং আনন্দময়ী আশ্রম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জন মাদক বিক্রেতাকে আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক হিরোইন, এইসব মাদক বিক্রি করার ২২০টি কৌটা, সেই সঙ্গে নগদ ৪ হাজার টাকাসহ একটি বাইক উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়।

তিনি আরো জানান, মূলত তারা মাদক সেবনকারীদের সঙ্গে ফোনে যোগাযোগ করত এবং বাইকে করে নির্দিষ্ট স্থানে এই মাদকগুলো পৌঁছে দিতো। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে রাজধানী আগরতলায় মাদক বিক্রি সংক্রান্ত বেশ কিছু তথ্য উঠে এসেছে। এই তথ্যের ভিত্তিতে আগামী দিনে অভিযান চালানো হবে বলেও জানান দেবপ্রসাদ রায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য