Tuesday, March 25, 2025
বাড়িখবররাজ্যনিয়োগের দাবিতে আবারো রাস্তায় এসটিজিটি চাকুরী প্রত্যাশীরা

নিয়োগের দাবিতে আবারো রাস্তায় এসটিজিটি চাকুরী প্রত্যাশীরা

আবারো ফল প্রকাশ এবং নিয়োগের দাবিতে রাস্তায় নামলো এসটিজিটি চাকুরী প্রত্যাশীরা। যার জেরে সোমবার রাজধানীর অফিস লেনস্থিত টিআরবিটি অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন এরা। এদিন সংবাদ মাধ্যমকে এক চাকুরী প্রত্যাশী জানান গত ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা দেওয়ার ৩ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি শিক্ষা দপ্তর। এ–বিষয়ে একাধিকবার টিআরবিটির দ্বারস্থ হয়েও কোন জবাব মিলছে না। এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। প্রায় ১৮০৮৭টি এসটিজিটি শূণ্যপদ রয়েছে। তারপর টিআরবিটি এসটিজিটি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করছেনা। তাঁদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল আইনগত কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। কিন্তু বর্তমানে সেই সমস্যা সমাধান হয়ে গেছে। তবু টি আর বিটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না।তাই আজ আবারও অতিসত্বর ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে টিআরবিটি অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এস টি জি টি চাকুরী প্রত্যাশীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য