Monday, February 17, 2025
বাড়িখবররাজ্যকেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে সিপিআইএমের বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে সিপিআইএমের বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট দেশের গরীব ও শ্রমিক শ্রেণীর মানুষের উপর বৃহৎ আঘাত আনতে চলেছে মঙ্গলবার সিপিআইএম সদর মহকুমা কমিটির ডাকে কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে এমনটাই জানালেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী।

গত পহেলা ফেব্রুয়ারি দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করেছেন যে বাজেটে মধ্যবিত্তদের কর কাঠামোর কিছু সরলীকরণ এবং জীবন দায়ী কিছু ঔষধের শুল্ক ছাড় বাদে দেশের বৃহত্তম জনগোষ্ঠীর শ্রমিক, কৃষক, বেকারদের সমস্যার সমাধানের কোন বিষয় নেই। তাই এই বাজেটের প্রতিবাদে সিপিআইএম সদর মহকুমা কমিটির ডাকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অঙ্গ হিসাবে রাজপথে বের করা হয় বিশাল বিক্ষোভ মিছিল। মিছিলটি সিপিআইএম সদর কমিটির কার্যালয়ের সামনে থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে, কেন্দ্রীয় বাজেটের বিরোধিতার স্লোগান তুলতে থাকেন গরিব দরদী সিপিআইএমের নেতা মন্ত্রী থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থকরা।

এদিনের বিক্ষোভ মিছিল থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা অমল চক্রবর্তী বলেন দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দ্বারা প্রস্তাবিত বাজেটে ত্রিপুরা রাজ্যের কোন নাম নেই সুতরাং এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন নিয়ে বড় বড় বুলি উড়িয়েছেন শাসকগোলের নেতাকর্মীরা রাজ্যে আইআইটি স্থাপন থেকে শুরু করে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্পের কথা বলেছেন কিন্তু এই প্রস্তাবিত বাজেটে এই রাজ্যের কোন নামই নেই তাছাড়া রাজ্যের বৃহৎ অংশ বেকারদের সমস্যা সমাধানের বা কর্মসংস্থানের কোন ধরনের ব্যবস্থা নেই পাশাপাশি এই বাজেট গরিব ও শ্রমিক শ্রেণীর মানুষদের উপর আঘাত আনতে চলেছে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

সিপিআই এম সদর মহকুমা কমিটির ডাকে আয়োজিত বিক্ষোভ মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য