Friday, January 17, 2025
বাড়িখবররাজ্যমিথ্যে প্রলাপ বকে ক্ষমতায় আসা যাবে না - মুখ্যমন্ত্রী

মিথ্যে প্রলাপ বকে ক্ষমতায় আসা যাবে না – মুখ্যমন্ত্রী

অপপ্রচার চালিয়ে ক্ষমতায় ফিরে আসা যাবে না। বিজেপির বিকল্প বিজেপিই। সোমবার বিরোধী দলগুলির প্রতি এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।রাজধানীর স্মৃতি ক্লাব এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধী নেতৃবৃন্দের মতলব মানুষ বুঝে গেছেন।

রাজ্যের বিরোধী দলগুলির নেতৃবৃন্দদের প্রতি তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। সোমবার রাজধানীর স্মৃতি ক্লাব এলাকায় দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত ,বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী নেতৃবৃন্দের প্রতি এক হাত নেন মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, সমস্যা থাকবেই ,সমস্যা সমাধানের মাধ্যমেই এগিয়ে চলতে হবে ।রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বিরোধীদের অভিযোগ খন্ডন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা যথেষ্ট ভালো ।এনবিসির রিপোর্টে এই তথ্য পাওয়া যায়। তারপরও বিরোধীরা বলছেন রাজ্যে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই ।মুখ্যমন্ত্রী বলেন গণতন্ত্র আছে বলেই যে যার খুশি মত কথাবার্তা বলে চলছেন ।এতে করে বিরোধী নেতৃবৃন্দরা গণতন্ত্রের মিস ইউজ করছেন বলেও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মিথ্যা অপপ্রচার চালিয়ে বিরোধীরা যদি মনে করেন যে তারা ক্ষমতায় চলে আসবেন তবে তারা মূর্খের স্বর্গে বাস করছেন ।কারণ রাজ্যবাসী সব বুঝে গেছেন। এতদিন কমিউনিস্টদের বিকল্প ছিল না ।তাই রাজ্যবাসী চুপ ছিলেন।

উল্লেখ্য গত দুইদিন ধরে নিজ নির্বাচনী কেন্দ্র ৮ টাউন বড়দোয়ালী এলাকার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করে চলছেন মুখ্যমন্ত্রী ।এলাকার জনগণের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করাই এই শীতবস্ত বিতরণ কর্মসূচির একমাত্র লক্ষ্য ।এদিন প্রচুর সংখ্যক দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য