Sunday, April 20, 2025
বাড়িখবররাজ্যড্রাগ ,এইডস ও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে সজাগ থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী

ড্রাগ ,এইডস ও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে সজাগ থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাদেশ সহ গোটা বিশ্বের বিভিন্ন স্থানের অস্থির পরিবেশের পরিপ্রেক্ষিতে রাজ্যের জনগণকে সজাক থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।রবিবার রামনগরের আলোক সংঘ আয়োজিত রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী আরও জানান, ড্রাগস এবং এইডস সম্পর্কেও জনগণকে সতর্ক থাকতে হবে।

পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের অস্থির পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।রবিবার রামনগরের ৫ ,৬ এবং ৭ নম্বর রোড এলাকার আলোক সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।এই রক্তদান শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই উদ্বেগ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন ,ইউক্রেন সহ বিভিন্ন প্রান্তেই এক অস্থির অবস্থা চলছে ।আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশও একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা খুব চিন্তিত ।মুখ্যমন্ত্রী আরও বলেন ,অর্থনীতিতে বিশ্বের তিন নম্বর স্থানে পৌঁছতে গেলে দেশকে আমাদের আগলে রাখতে হবে ।দেশের সীমান্ত এলাকাগুলি সুরক্ষিত রাখা উচিত ।এই ক্ষেত্রে পার্শ্ববর্তী রাষ্ট্রের ছায়া যেন না পড়ে সেই প্রচেষ্টা জারি রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরাও একইভাবে কাজ করে চলছি বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিন ড্রাগস এবং এইড স নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা খুব চিন্তায় আছি ।কারণ ড্রাগস এবং এইডস আমাদের জন্য আতঙ্কের বিষয় ।মুখ্যমন্ত্রী জানান, পার্শ্ববর্তী রাজ্য মনিপুরে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি এইডস আক্রান্ত রয়েছেন ।মনিপুর আমাদের পার্শ্ববর্তী রাজ্য ।তাই এই দিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, সবকিছু সরকারের উপর ছেড়ে দিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকলেই চলবে না। কারণ সবকিছু সামলানো সরকারের পক্ষে সম্ভব নয়। এই অবস্থায় প্রত্যেক নাগরিককে সরকারের অঙ্গ হিসেবে ভাবতে হবে ।তিনি বলেন ,বর্তমান সরকার মানব বান্ধব সরকার ।এই সরকার মানুষের কথা শোনার জন্য তৈরি ।তাই এই ক্ষেত্রে জনগণের বিরাট দায়িত্ব পালন করতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।

আলোক সংঘ আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। রক্তদাতাদের অভিনন্দন জানান মেয়র দীপক মজুমদার ।এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য