Monday, December 2, 2024
বাড়িখবররাজ্যপ্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে আগরতলা আইএলএস হাসপাতালে বাংলাদেশের রোগীদের চিকিৎসা...

প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে আগরতলা আইএলএস হাসপাতালে বাংলাদেশের রোগীদের চিকিৎসা পরিষেবা বন্ধের দাবিতে আই এল এস হাসপাতালে ভারতীয়দের বিক্ষোভ

পাশ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর , প্রতিদিন নানাভাবে আক্রমণের শিকার হচ্ছে ওপার বাংলার সনাতন ধর্মাবলম্বীরা। শুধু তাই নই ১৪০ কোটির জনগণের মাতৃভূমি ভারতবর্ষকেও অপমান করতে কোনোপ্রকার খামতি রাখছে না “আল্লাহ তাল্লার” ভক্তরা , দেখা গিয়েছে সেখানকার বিভিণ্ণ বিদ্যালয় ও কলেজের সামনে ভারতের পতাকা ফেলে রেখে সেটার উপর দিয়েই চলাফেরা করছে বিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীরা , বলা চলে তাদের যে ভারত বিদ্বেষী মনোভাব তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এধরণের কার্যক্রমের মধ্য দিয়ে। তাদের এ ধরণের কাজ ১৪০ কোটি লোকের দেশের হৃদেয়ে আঘাত লেগেছে তাই ভারতীয় হিসেবে , ত্রিপুরাতে চিকিৎসা খাতে আসা বাংলাদেশী রুগীদের চিকিৎসা পরিষেবা যাতে না দেওয়া হয় তার প্রতিবাদ জানিয়ে আই এলএস হসপিটালে প্রতিবাদ জানান ভারতীয়রা। তাদের বক্তব্য যতদিন অবধি এরা ভারতবর্ষকে সন্মান করা শিখবে বা এবং তাদের এই ন্যাকারজনক কাজের ক্ষমা চাইবে না ততদিন অবধি বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা বন্ধ রাখা। তাছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ এবিষয়ে সহমত পোষণ করেছে বলেও জানিয়েছেন এক ভারতীয় নাগরিক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য