মঙ্গলবার ১২ দফা দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে রাজপথে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।এদিনের মিছিলটি ওরিয়েন্ট চৌমুহনী থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে, উপস্থিত ছিলেন সংযুক্ত কিষান মোর্চার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহের নেতৃত্বরা।এদিন সংবাদ মাধ্যমকে সংযুক্ত কিষান মোর্চার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন, তিনটি কৃষক আইন বাতিল করার পর ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চা যৌথ উদ্যোগে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, ৪ শ্রমকোড বাতিল, রেগায় ৬০০ টাকা মজুরি, দ্রব্যমূল্য হ্রাস, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এই দাবিগুলো রয়েছে, তাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চা যৌথ উদ্যোগে ১২ দফা দাবিতে দেশব্যাপী মোদী সরকারকে ‘সতর্ক করতে রাজ্যে রাজ্যে আন্দোলনে সামিল হয়েছেন নেতৃত্বরা।