ফের এক মহিলা সহ পাঁচ নেশা কারবারিকে গ্রেপ্তার করলো পূর্ব থানার পুলিশ। তাদের কাছ থেকে ৩৬গ্রাম ব্রাউন সুগারের চারটি পাউচ প্যাকেট এবং 95 টি কৌটো উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রাজধানীর গোলাপ বাগানের সামনে থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
ফের এক মহিলা সহ পাঁচ নেশা কারবারিকে জালে তুলল পূর্ব থানার পুলিশ। গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার রাজধানীতে পুলিশের নেশা বিরোধী অভিযানে গ্রেপ্তার হল মহিলা নেশা কারবারি। এদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি উজ্জয়ন্ত প্রাসাদের পেছনের গোলাপ বাগান এলাকায় নেশা বিরোধী অভিযান চালায়। নেশা কারবারিরা তখন সংশ্লিষ্ট জায়গায় বসে গোল বৈঠক করছিল ।বৈঠকে উপস্থিত ছিল 8 জন নেশা কারবারি ।পুলিশ দেখেই চারজন নেশাকারবারি পালিয়ে যেতে সক্ষম হলেও আরো চারজন পুলিশের হাতে ধরা পড়ে ।তাদের তল্লাশি চালিয়ে 36 গ্রাম ওজনের চারটি ব্রাউন সুগারের পাউচ প্যাকেট উদ্ধার করে পুলিশ ।পুলিশ সংশ্লিষ্ট স্থান থেকে একটি পালসার বাইক উদ্ধার করে। এই ঘটনায় ধৃতরা হল যথাক্রমে রাজেশ দেবনাথ, বিশ্বজিৎ মজুমদার, জয়দেব দাস এবং ওসমান মিয়া। পুলিশ তাদের পূর্ব থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালায় ।তাদের জিজ্ঞাসা করে এই নেশা কারবারের সাথে জড়িত এক মহিলার নাম পায় পুলিশ ।এই মহিলার নাম উমা মালাকার। মহিলা শহরের প্রাণকেন্দ্রে একটি ছোটখাটো চায়ের দোকান চালালেও তার মূল ব্যবসা ছিল নেশা কারবারি। পরে পুলিশ এই মহিলাকেও জালে তোলে ।মহিলার কাছ থেকে 95 টি ব্রাউন সুগারের ছোট কৌটা এবং নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করে। পুলিশ ।এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানান ।তিনি জানান, এই নেশা বিরোধী অভিযানের নেতৃত্ব ছিলেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি ।তার ডেপুটি হিসেবে ছিলেন si সৈকত দেব এবং মহিলা এসআই কমলা মুরাসিং। সদর এসডিপিও আরো জানান ,সংশ্লিষ্ট বিষয়ে একটি এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে ,গত মঙ্গলবার পূর্ব থানার পুলিশ রাজধানীর লক্ষ্মীনারায়ণবাড়ী রোড এবং মহারাজগঞ্জ বাজার এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়ে এক মহিলা নেশা কারবারি সহ আরো তিন যুবককে গ্রেফতার করে। এই নিয়ে গত সাত দিনের মধ্যে পূর্ব থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে দুই মহিলা সহ সাত যুবককে গ্রেফতার করেছে।