Monday, December 2, 2024
বাড়িখবররাজ্যবিপুল পরিমাণ গাঁজাসহ আগরতলা রেলওয়ে স্টেশনে আটক ২ আন্ত:রাজ্য পাচারকারী সহ ২৯৮...

বিপুল পরিমাণ গাঁজাসহ আগরতলা রেলওয়ে স্টেশনে আটক ২ আন্ত:রাজ্য পাচারকারী সহ ২৯৮ কেজি গাঁজা রবিবার ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়।

ট্রেনে করে আগরতলা থেকে বিহার রাজ্যে গাঁজা পাচার কালে দুই আন্ত:রাজ্য পাচারকারীসহ মোট ২৯৮ গাঁজা আটক । রোববার ভোর রাত স্থানীয় সময় তিনটা নাগাদ তাদের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক করে যৌথ বাহিনী। আগরতলা রেল স্টেশনের গভমেন্ট রেলওয়ে পুলিশ(জিআরপি)থানার ওসি তাপস দাস রোববার সংবাদ মাধ্যমকে জানান, বিশেষ সূত্রে তাদের কাছে আগাম খবর আসে যে আগরতলা রেল স্টেশন হয়ে বহি:রাজ্যে বিপুল পরিমাণ গাঁজা পাচার করার পরিকল্পনা নিয়েছে আন্ত:রাজ্য মাদক পাচারকারীর একটি চক্র। সেই মতো জিআরপি এবং রেলওয়ে আর পি এফ একটি টিম বিশেষ নজরদারি শুরু করে স্টেশনে চলাচলকারী যাত্রীদের উপর। রেল স্টেশনের এক নম্বর প্লাটফর্ম সংলগ্ন এলাকা থেকে গাঁজা গুলি আটক করে। এগুলি মোট ২৮২টি প্যাকেটের মধ্যে ছিল এবং এই প্যাকেট গুলো মোট ২৪টি কার্টুনের মধ্যে রাখা হয়ে ছিল যাতে কারো সন্দেহ না হয়। এই প্যাকেটগুলি সঙ্গে বিট্টু কুমার (২৭) নামে বিহার রাজ্যে বেগুশারাই জেলার বাসিন্দা এবং আনকুল কুমার (২৩) নামে বিহার রাজ্যের লাকিশারাই জেলার বাসিন্দা দুই আন্ত:রাজ্য মাদক পাচারকারীকেও আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে তারা দেওঘর এক্সপ্রেস ট্রেনের বেডরুল বয় হিসাবে কর্মরত ছিল। ট্রেনের কর্মী হওয়ার সুবাদে তাদের ধারণা ছিল গাঁজা পাচার করলেও তাদেরকে কেউ সন্দেহ করবে না এবং এই গাঁজার প্যাকেট গুলো দেওঘর এক্সপ্রেস ট্রেনে করে নিরপদে বিহারে নিয়ে যাবে। এগুলির আনুমানিক বাজার মূল্য হবে প্রায় ৪০লাখ টাকা বলেও জানিয়েছেন জি আর পি থানার ওসি। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।রবিবার তিন দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তুলে হবে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কে কে রয়েছে তা জানা যাবে বলে জানান তিনি

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য