Friday, February 7, 2025
বাড়িখবররাজ্যব্যস্ততার মাঝেও এবার খানিকটা সময়ের জন্য শহরের বুকে আয়োজিত এবারের রঞ্জি ট্রফির...

ব্যস্ততার মাঝেও এবার খানিকটা সময়ের জন্য শহরের বুকে আয়োজিত এবারের রঞ্জি ট্রফির ত্রিপুরা বনাম মুম্বাইয়ের ম্যাচ উপভোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা

আগামী ছয় মাসের মধ্যে নরসিংগড়ের আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সাংবাদিকদের এমনটাই ইঙ্গিত দিয়েছেন ।

শনিবার থেকে এমবিবি স্টেডিয়ামে মুম্বাই ও রাজ্য দলের মধ্যে রঞ্জিত ট্রফি ম্যাচ শুরু হয়েছে । শত ব্যস্ততার মাঝেও মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা শনিবার মুম্বাই ও রাজ্য দলের রঞ্জি ট্রফি ম্যাচ দেখতে এমবিবি স্টেডিয়ামে যান , এদিন মুখ্যমন্ত্রীকে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়, ভিআইপি গ্যালারিতে বসে মুম্বাই ও রাজ্য দলের রঞ্জি ট্রফি ম্যাচ দেখেন মুখ্যমন্ত্রী । কথা বলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের আধিকারিকদের সাথে ।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান নরসিংগড় এর আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ নিয়ে ঠিকাদারদের সাথে টিসি এর সমস্যা চলছে অবিলম্বে এই সমস্যার সমাধান হয়ে যাবে আগামী ছয় মাসের মধ্যেই ক্রিকেট স্টেডিয়াম সেজে উঠবে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য